৭৫ হাজারের বেশি চাকরির সম্ভাবনা, তথ্যপ্রযুক্তি ও উৎপাদন খাতে নতুন প্রকল্প শুরু রাজ্যে

Published on:

Published on:

West Bengal GDP soars as MSME investment crosses ₹1.25 lakh crore

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মিটতেই বাংলার শিল্পক্ষেত্রে এল বড় সুখবর। গত চার বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১.২৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে রাজ্যে। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে তথ্যপ্রযুক্তি ও উৎপাদন শিল্পে। চলতি আর্থিক বছরে বাংলার জিডিপি বৃদ্ধি ১০.৫ শতাংশ, যেখানে গোটা দেশে তা ৭.৩ শতাংশ। এই তথ্য থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য অর্থনীতিতে (West Bengal GDP)এখন উন্নতির হাওয়া বইছে।

সাফল্যের মূল কারণ রাজ্য সরকারের শিল্পবান্ধব নীতি (West Bengal GDP)

শিল্প বিশেষজ্ঞদের মতে, এই সাফল্যের মূল কারণ রাজ্য (West Bengal GDP) সরকারের শিল্পবান্ধব নীতি। সরকারি রিপোর্টে জানা গিয়েছে যে, ৪২,৪৪০ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। ২৩,২৬০ কোটি টাকার প্রকল্প ফের চালু করা হয়েছে, এবং আরও ৩.৯৯ লক্ষ কোটি টাকার লগ্নি হতে পারে ভবিষ্যতে। এই সব তথ্য প্রমাণ করছে যে বিনিয়োগকারীদের কাছে বাংলার ভাবমূর্তি এখন অনেক উজ্জ্বল।

সবচেয়ে বেশি আইটি প্রকল্প হচ্ছে সল্টলেকের সেক্টর ফাইভে। এছাড়া দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি ও হলদিয়াতেও শিল্প তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, “রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্প গড়ে উঠছে, এটিই ভবিষ্যতের ইতিবাচক বার্তা।”

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ শেষের পথে

সল্টলেকে তৈরি হচ্ছে পূর্ব ভারতের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সূত্রের খবর, এই প্রকল্প প্রায় শেষের পথে। এখানে থাকছে প্রায় ৫০ লক্ষ বর্গফুট অফিস ও রিটেল স্পেস। এখানে মোট ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। জানা যাচ্ছে এখানে প্রায় ৩০ হাজারেরও বেশি চাকরির সুযোগ তৈরি হবে। শিল্পদপ্তর জানিয়েছে, এটি সল্টলেককে তথ্যপ্রযুক্তি ও ব্যবসার অন্যতম কেন্দ্র বানাবে।

West Bengal GDP soars as MSME investment crosses ₹1.25 lakh crore

আরও পড়ুনঃ পুজোর পরেই ‘ইলেকশন মোড’-এ রাজ্য, SIR নিয়ে কড়া বার্তা দিল কমিশন

MSME EPC-র রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নতুন প্রকল্পের ফলে ৭৫ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই শিল্প উন্নয়নে জোর দিচ্ছে (West Bengal GDP)। বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য সেই প্রচেষ্টারই ফল।