‘রাজ্য ৬০ হাজার কোটি টাকা পায় কেন্দ্রের কাছে!’ – ফের মোদী সরকারকে নিশানা ডেরেকের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর এবার কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেন তৃণমূল (tmc) সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brien) ৷ কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা টাকার হিসেব দিয়ে স্যোশাল মিডিয়ায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ডেরেক ও ব্রায়েন।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি অবিজেপি রাজ্যগুলোকে একত্রিত হওয়ার আহ্বানও জানান তিনি। সেইসঙ্গে ট্যুইটে ফিরিস্তি দিলেন কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা টাকার হিসেব এবং ঠিক কতোটা পরিমাণ অর্থ পেয়েছে রাজ্য।

https://twitter.com/derekobrienmp/status/1412977716312281089

স্যোশাল মিডিয়ায় ডেরেক ও ব্রায়েন লেখেন, ‘২০২০- ২১ সালে কেন্দ্রের বাজেট থেকে কর বাবদ বাংলার পাওনা ছিল ৫৮৯৬২.৫৫ কোটি টাকা। কিন্তু বাস্তবে রাজ্যকে দেওয়া হয়েছে ৪৪৭৩৭.১ কোটি টাকা। অর্থাৎ হিসেব মত প্রাপ্যের থেকে ১৪২২৫.৫৪ কোটি টাকা কম পেয়েছে রাজ্য। আবার ২০১৯- ২০ সালে করবাবদ ১১০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে বাংলা। কেন্দ্রের প্রকল্পগুলোর জন্য বকেয়া রয়েছে এখনও ৩৩৩১৪ কোটি টাকা। অর্থাৎ মোট ৬০০০০ কোটি টাকা পায়নি বাংলা’।

তিনি আরও লেখেন, ‘কেন্দ্রের কাছে ৬০ হাজার কোটি টাকা পায় বাংলা। সকল অবিজেপি রাজ্যগুলোকে পাওয়া- না পাওয়ার হিসেব তুলে ধরার অনুরোধ করছি। কোঅপারেটিভ ফেডারালিজমের নামে দেশ জুড়ে যা চলছে, তা সকলের সামনে আনতে হবে’।

X