ঘুরে যাবে মোড়? সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলার শুনানির আগেই রাজ্য সরকারের বড় পদক্ষেপ

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে ডিএ মামলার (Dearness Allowance) পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার। তার আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলা এক নতুন মোড় নিয়েছে। জানা যাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে একটি লিখিত হলফনামা জমা দেওয়া হয়েছে। ডিএ মামলার পরবর্তী শুনানিতে এই হলফনামা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সুপ্রিম কোর্টে মোড় ঘুরবে DA মামলার? Dearness Allowance

রাজ্য সরকার তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, জুন ২০০৬ থেকে জানুয়ারি ২০০৯ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীকে ডিএ প্রদান করা হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছিল যে এই সময়ে কোনো ডিএ দেওয়া হয়নি বা বৃদ্ধি করা হয়নি, তারই পাল্টা রাজ্য লিখিত হলফনামা দিয়েছে।

জুন ২০০৬ থেকে জানুয়ারি ২০০৯ পর্যন্ত ডিএ প্রদানের বিস্তারিত তালিকা দিয়েছে সরকার। ৫০% ডিএ-কে ডিয়ারনেস পে-তে অন্তর্ভুক্ত করার বিষয়েরও উল্লেখ করা হয়েছে সেখানে। সরকার উল্লেখ করেছে, এই সময়কালে ডিএ এবং সমস্ত বকেয়া যথাযত মিটিয়ে দেওয়া হয়েছে।

ROPA ২০০৯-এর বিষয়টিও উল্লেখ করা হয়েছে সরকার তরফে। আরও বলা হয়েছে এর অধীনে ডিএ ‘স্ট্যাটিক, ডাইনামিক নয়’ যার অর্থ ডিএ-এর কোনো ভবিষ্যৎ সংযোগ নেই। তবে, অন্যান্য ভাতাগুলি ডাইনামিক হিসাবে বিবেচিত হয়। ডিএ-র হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না বলেও উল্লেখ করা হয় সরকার তরফে। মহার্ঘ ভাতা রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির উপর নির্ভর করে বলে যুক্তি দেওয়ার হয়েছে।

আরও পড়ুন: আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৪ জেলায়, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? ওয়েদার আপডেট

এছাড়াও হলফনামায় মুদ্রাস্ফীতি সহ আরও একাধিক বিষয়ের উল্লেখ করা হয়েছে। এবার সুপ্রিম কোর্ট এই যুক্তিগুলিকে কীভাবে নেয় সেটাই দেখার। পরবর্তীতে এই ডিএ মামলা কোন মোড় নেয় সেই দিকে নজর রয়েছে সকলের।