বাংলা হান্ট ডেস্কঃ আইনি লড়াইয়ে কিছুটা স্বস্তি মিললেও অপেক্ষার শেষ হয়নি এখনও। সুপ্রিম কোর্ট (Supreme Court) বকেয়া ডিএ-র (Dearness Allowance) ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় নির্দেশ দিলেও তা ‘অমান্য’ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে। সুপ্রিম কোর্টে নতুন আবেদনকে কেন্দ্র করে বর্তমানে আরও জটিল হয়েছে গোটা পরিস্থিতি।
ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে চড়ছে উত্তাপ | Dearness Allowance
এদিকে সুপ্রিম নির্দেশ অমান্য করার কারণে সম্প্রতি মমতা সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা (Contempt of court) ঠুকেছে ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল’। তবে রাজ্যের মোডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থান কী?
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ স্পষ্ট জানিয়েছে, তারা রাজ্যের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশনটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করবেন। তাদের দাবি, রাজ্যের এই আবেদনটি মামলা বিলম্বিত করার একটি কৌশল মাত্র। তাদের মূল লক্ষ্য ৪ আগস্ট সুপ্রিম কোর্টের শুনানির দিকে।
উল্লেখ্য, আগামী ৪ আগস্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি “টপ অফ দ্য বোর্ড” অর্থাৎ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা হতে পারে। কনফেডারেশনের আশা, আগামী মামলার শুনানিতে রাজ্য সরকারের আদালত অবমাননার বিষয়টি আদালতে জোরালো ভাবে তোলা হবে।
রাজ্য সরকারি কর্মীদের প্রতারিত করার চেষ্টা করছে বলে মনে করছেন তারা। তাদের মতে, রাজ্যের নতুন করে করা আবেদনের মূল উদ্দেশ্য ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া। তাই এবার তারাও চাপ বাড়াতে রাজ্য সরকারের আদালত অবমাননার বিষয়টির জোরালো উত্থাপন করতে চলেছেন। এবার তার প্রেক্ষিতে এই ডিএ মামলা পরবর্তীতে কোন মোড় নেয় সেটাই দেখার।