গুরুত্বপূর্ণ পরিবর্তন! মঙ্গলে কত নম্বরে উঠবে DA মামলা? রাজ্য সরকারি কর্মীদের জন্য আপডেট

Published on:

Published on:

dearness allowance(23)

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠবে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) ডিএ মামলা (Dearness Allowance)। এবারের শুনানিতে শীর্ষ আদালত তাঁদের পক্ষে নির্দেশ দেবে, এমনই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। আগামীকাল কখন উঠবে ডিএ মামলা? কোন বেঞ্চে শুনানি। জেনে নিন বিস্তারিত।

অবশেষে খুলবে ডিএ মামলার জট, আশায় সরকারি কর্মীরা | Dearness Allowance

মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামীকাল ২৬ আগস্ট। এদিনই চূড়ান্ত শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট তরফে যে কজলিস্ট প্রকাশ করা হয়েছে। জানিয়ে রাখি, ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্যতালিকার চার নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়েছে। যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

dearness allowance(12)

আদালত স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে ডিএ মামলা ‘টপ অফ দ্য লিস্ট’ রাখা হচ্ছে। সাধারণত তালিকার প্রথম দিকে থাকা মামলাগুলি বিস্তারিতভাবে শোনার জন্য বিচারপতিরা পর্যাপ্ত সময় পেয়ে থাকেন। মনে করা হচ্ছে, আদালত রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। দীর্ঘায়িত শুনানির জন্যও প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

শুনানির আরেকটি উল্লেখযোগ্য দিক হল বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলা ফিরছে। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠবে চার নম্বরে। আগামীকালের শুনানি ডিএ মামলায় একটি গুরুত্বপুর্ণ মোড় নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

dearness allowance (4)

আরও পড়ুন: ডায়মন্ড হারবারের ফলাফল নিয়ে পিটিশন, হলফনামা স্বাক্ষর করতে হাইকোর্টে অভিষেক, ৪ সেপ্টেম্বরে নজর

উল্লেখ্য, এর আগে বিচারপতি করোল এবং মেহতার ডিভিশন বেঞ্চই কর্মচারীদের পক্ষে রায় দিয়ে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে পরবর্তী কয়েকটি শুনানিতে বিচারপতি মেহতা মামলাটি শোনেন নি। এবারে ফের তিনি মামলায় যুক্ত হতে চলেছেন।