বাংলা হান্ট ডেস্কঃ বঞ্চনার শিকার বাংলা। রাজ্যের (West Bengal Government) অভিযোগ, একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের (PM Gram Sarak Yojana) টাকাও দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে কেন্দ্র। একাধিক সময়ে এই ইস্যুতে সরব হয়েও সুরাহা না হওয়ায় ‘পথশ্রী’ প্রকল্প শুরু করেছে রাজ্য। আর এবার ভোটের আগে বড় কর্মসূচি কাঁধে নিচ্ছে রাজ্য।
১৫০০০ কিমি রাস্তা তৈরির লক্ষ্য রাজ্যের | West Bengal Government
সূত্রের খবর, আগামী বছর এপ্রিলের মধ্যে সাড়ে ১৫ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা তৈরি করতে উদ্যোগী রাজ্য। যার জন্য সাত হাজার কোটি টাকা টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরকে এব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে নবান্ন।
জানা গিয়েছে, সোমবার প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করে পঞ্চায়েত দপ্তর। এদিন কাজের পোর্টাল সংক্রান্ত বৈঠকও হয়েছে। ডিসেম্বরেই ওয়ার্ক অর্ডার আসতে পারে বলে খবর। উল্লেখ্য এই প্রথম রাজ্য সরকার একসঙ্গে সবথেকে বেশি দৈর্ঘ্যের রাস্তা তৈরি এবং মেরামতির অনুমোদন দিয়েছে। তবে প্রকল্পের নাম কি হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।
আরও পড়ুন: পহেলগাঁও হামলায় প্রাণ হারিয়েছিলেন, বাড়ির কালীপুজোয় সেই বিতানের মা-বাবাকে প্রসাদ পাঠালেন মমতা
বিধানসভা ভোটের আগেই ফের একবার গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগী রাজ্য। জানা গিয়েছে দুই উপায়ে রাস্তা চিহ্নিতকরণের কাজ চলছে। প্রথমত, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আসা অনুরোধ যাচাই করে, দ্বিতীয়ত জেলা প্রশাসনের পাঠানো রাস্তার তালিকা থেকে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ঠিক মতো না মেলায় রাজ্যের কোষাগার থেকেই ৭ হাজার কোটি বরাদ্দ মমতা সরকারের।
আরও পড়ুন: ভাইফোঁটার আগে মিষ্টির ঝামেলা নয়, ঘরেই বানান টেস্টি নারকেল বরফি মাত্র ১৫ মিনিটে
এপ্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গ্রামবাংলার উন্নয়নে আমাদের মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর। তাই ফের একবার রাজ্যের কোষাগার থেকেই খরচ করে রাস্তা সম্প্রসারণ ও সংস্কার হতে চলেছে।’