বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম (Supreme Court) দরবারে রাজ্য। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE) ফলপ্রকাশে আইনি জট অব্যাহত। যার জেরে কলেজে ভর্তিও সমস্যায়। এর সমাধানের লক্ষ্যেই এবার সর্বোচ্চ আদালতে রাজ্য। এ ব্যাপারে শুক্রবার জোড়াসাঁকো ক্যাম্পাসে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমরা দ্রুত আইনি পথে যাব।”
জয়েন্টে আইনি জট কাটাতে সুপ্রিম কোর্টে রাজ্য | Supreme Court
গত ৭ অগস্ট রাজ্য জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল। তবে ওবিসি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের কারণে জয়েন্টের ফলপ্রকাশ পিছিয়ে যায়। OBC মামলায় হাই কোর্টের নির্দেশের জেরে রাজ্যের কলেজগুলিতে স্নাতকে ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন করা সম্ভব হয়নি।
এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। তবে এখানেও সুরাহা হয়নি। সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে নতুন করে একটি মামলা দায়ের হয়। গত বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় হাইকোর্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সংরক্ষণ নিয়ে নয়া নির্দেশ দেয়। সেই নির্দেশের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।
এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের পর অন্য রকম কিছু বিবেচনা হতে পারে বলে আমাদের ধারণায় ছিল না। আমরা দ্রুত আইনি পথে যাব।” দেশের সর্ব্বোচ্চ ন্যায়ালয়ের কাছে আবেদন করার কথা জানিয়েছিলেন তিনি। এদিকে স্নাতকে ভর্তির পোর্টাল বন্ধ রয়েছে। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতে শিক্ষামন্ত্রী বলেন, “খুব দ্রুত এর নিষ্পত্তি হবে।”
উল্লেখ্য, ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা জেইই মেন্স, জেইই অ্যাডভান্সড এবং নিট ইউজি-র ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। কেন এখনও রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ করা গেল না সেই নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল সম্প্রতি।