লিলুয়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পোলবায় কারখানা, শিল্প ও আবাসনের জন্য বরাদ্দ জমি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Published on:

Published on:

West Bengal Government clears land allocation

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিল্প ও আবাসন ক্ষেত্রকে আরও এগিয়ে নিতে বড় পদক্ষেপ নিল রাজ্য মন্ত্রিসভা (West Bengal Government)। বৃহস্পতিবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন জেলায় জমি ব্যবহারের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের সিদ্ধান্ত অনুযায়ী শিল্প কারখানা থেকে শুরু করে হোটেল ও হাউজিং এস্টেট, সব ক্ষেত্রে জমি ব্যবহারের নতুন পরিকল্পনা পাশ করা হয়েছে।

দীঘা সহ একাধিক জায়গায় নতুন বিনিয়োগের সম্ভাবনা রাজ্য সরকারের (West Bengal Government)

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের দিঘায় ই-অকশনের মাধ্যমে হিডকোকে জমি দেওয়া হয়েছে। এই জমি ব্যবহার করা হবে হোটেল ও বাণিজ্যিক ক্ষেত্রে। পর্যটন কেন্দ্র দিঘায় নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।

এদিন টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং সংস্থাকে হুগলির পোলবায় কারখানা তৈরির অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি হাওড়ার লিলুয়ায় ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক তৈরির জন্য ফ্রি হোল্ড জমি বরাদ্দ হয়েছে। এতে শিল্পক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে একাধিক নন-রেসিডেন্সিয়াল প্লট রূপান্তর করে হাউজিং এস্টেট তৈরি করা যাবে। তবে এর জন্য নির্দিষ্ট হারে সরকারি ফি ধার্য করা হবে। সেই নীতি বিস্তারিত ভাবে তৈরি করবে রাজ্য সরকার (West Bengal Government)। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দাসপুরে লিজ ও ফ্রি হোল্ড জমি বরাদ্দেরও সবুজ সংকেত দেওয়া হয়েছে।

West Bengal Government clears land allocation

আরও পড়ুনঃ ‘৫০০০০ টাকায় বিক্রি হবে প্রশ্ন, রেকর্ডিং পেয়েছি’, SSC নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

শিল্প ও আবাসন, দুই ক্ষেত্রেই জমি ব্যবহারে নতুন নীতি আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারিত হবে বলেই মনে করছে নবান্ন।