বাড়ছে অপেক্ষা! DA মামলার শুনানি নিয়ে বড় আপডেট দিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ অগাস্টের পর পয়লা সেপ্টেম্বরেও ডিএ (Dearness Allowance) মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। সরকারি কর্মীদের আশা, আর মাত্র একদিনেরই অপেক্ষা। একদিনের শুনানিতেই মামলার নিষ্পত্তি হবে। জানা যাচ্ছে, আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) এই মামলা বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চে উঠতে চলেছে।

ডিএ মামলায় দিন গুনছেন সরকারি কর্মীরা | Dearness Allowance

এর আগে সোমেও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্যের হয়ে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বলের সওয়াল করার কথা ছিল। কপিল সিব্বল এদিন জানিয়েছেন, এই মামলায় সওয়াল করতে আরও দু’দিন সময় চাই। রাজ্যের তরফে আর্জি জানানো হয়েছিল, আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসের দ্বিতীয়ার্ধে যেন ডিএ মামলাটি রাখা হয়।

এর আগের দিনের শুনানির বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, বিচারপতিদের যে মামলা ছিল, সেগুলি শুনতে সময় লাগত। সেজন্য অন্যদিন ডিএ মামলার শুনানি করার কথা বলা হয়।

সিব্বলের আর্জির পাল্টা বিকাশবাবু বলেন, ‘আমরা বললাম যে মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। এখন দু’দিনের কী দরকার আছে?’ তিনি জানিয়েছেন, আগামী সোমবার দুপুর দুটোয় ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। এদিনই ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে বলে আশা সরকারি কর্মীদের।

dearness allowance(12)

আরও পড়ুন: গরিবের স্বার্থে তৈরি আইনকে অপব্যবহার? মাতুয়াদের মামলা খারিজ করে কড়া বার্তা দিল হাইকোর্ট

উল্লেখ্য, গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিকে সরকারি কর্মীদের আশা এবারে ১০০% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে আদালত।