‘প্রতি মাসে DA দিতে হবে রাজ্যকে, এরিয়ার হিসেবে আরও বেশি টাকা পাবেন কর্মীরা’, অস্বস্তি বাড়ল!

Published on:

Published on:

dearness allowance(20)

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা (Dearness Allowance)। আগামী বৃহস্পতিবার ফের ডিএ মামলার শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত কী রায় দেয়, বর্তমানে সকলের নজর সেদিকে। এরই মধ্যে বড় দাবি করে বসলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম জানান।

DA ইস্যুতে রাজ্যের চাপ বাড়ালেন আইনজীবী | Dearness Allowance

শামিমের কথায়, রোপা ২০০৯-র নিয়মের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের মধ্যে বেসিক পে, গ্রেড পে, মেডিক্যাল অ্যালোওয়েন্স, হাউজ রেন্ট অ্যালোওয়েন্স এবং মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ-র মত বিষয়ের উল্লেখ রয়েছে। পাশাপাশি চিকিৎসকদের ক্ষেত্রে বাড়তি একটি ভাতা ছিল।

আইনজীবী বলেন, রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ গ্রহণ করেছিল, তা মেনেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। তৈরি করে রাখা আইনেই সেটা কার্যকর করার দাবি জানানো হয়েছে। তার কথায়, প্রতি মাসেই সর্বভারতীয় মূল্যসূচকের পরিসংখ্যান প্রকাশ করা হয়। তাই প্রতি মাসে ডিএ নির্ধারণ করা যায়। প্রশাসনিকভাবে তাতে অসুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের মতো বছরে দু’বার ডিএ দেওয়ার রীতি গ্রহণ করা হয়েছিল।

পঞ্চম বেতন কমিশনের সুপারিশেও সেই মত বছরে দু’বার ডিএ দেওয়ার কথা বলা ছিল। রাজ্য সরকার সেই সুপারিশ গ্রহণ করেছিল। আইনজীবী বলেন, রোপা ২০০৯-তে ডিএ প্রদানের তারিখ এবং ভাতার হারেরও উল্লেখ করে দেওয়া হয়েছে। বছরে দু’বার ডিএ দেওয়ার কথা স্পষ্ট করা রয়েছে। তা না মানলে প্রতি মাসে ডিএ হতে হবে বলে দাবি আইনজীবীর।

আরও পড়ুন: প্রথম এসি লোকাল পেল বাংলা, সোম থেকেই শুরু পরিষেবা, সুযোগ সুবিধা থেকে ভাড়া জেনে নিন বিস্তারিত

ফিরদৌস বলেন, রোপা ২০০৯ বিশ্লেষণ করলে দেখা যাবে বছরে দু’বার না পারলে রাজ্য সরকারকে প্রতি মাসে মহার্ঘ ভাতা দিতে হবে। তা হলে সরকারি কর্মীরা ডিএ এরিয়ার হিসেবে আরও বেশি টাকা পাবেন। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী প্রতি মাসে ডিএ প্রদান করার দাবি জানান আইনজীবী। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে একটি লিখিত হলফনামা জমা দেওয়া হয়েছে। সবমিলিয়ে ডিএ মামলার পরবর্তী শুনানি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।