DA মামলার রায়দান কবে? সামনে এল চূড়ান্ত দিনক্ষণ! জয়ের আশায় সরকারি কর্মীরা

Published on:

Published on:

dearness allowance (11)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বহু দিনের অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই! সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা (Dearness Allowance) শুনানি শেষ হলেও রায়দান এখনও হয়নি। বর্তমানে “Heard and Reserved” রয়েছে। কবে ডিএ মামলার রায়দান হতে পারে? এই নিয়েই এবার বড় খবর সামনে আসছে।

ডিএ মামলার রায়দান কবে | Dearness Allowance

অক্টোবরেই ডিএ মামলার রায় ঘোষণা হয়ে যাবে বলে আশা করা হচ্ছিল। তবে তা হয়নি। এবার শোনা যাচ্ছে, আগামী মঙ্গলবারই বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার রায়দান করতে পারে সুপ্রিম কোর্ট! এই বিষয়ে সুপ্রিম কোর্ট তরফে কোনও আপডেট না মিললেও বড় আশার খবর শুনিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

dearness allowance(50)

কি বললেন সরকারি কর্মীদের নেতা?

‘আগামী বুধবার দুপুর তিনটে থেকে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে।
আমাদের আশা, ওইদিন ডিএ মামলার রায় প্রকাশ পেতে পারে। এক্ষেত্রে আগেরদিন সাপ্লিমেন্টারি বা দু’দিন আগে কনফার্ম লিস্টে রায়ের কথা উল্লেখ থাকতে পারে।’

তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার আবার বিচারপতি কারোলের স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। তবে সেক্ষেত্রে দ্বিতীয় কোনও বিচারপতির নাম এখনও প্রকাশ করা হয়নি। গত ৮ সেপ্টেম্বর শেষ হয়েছিল ডিএ মামলার শুনানি।

dearness allowance(52)

আরও পড়ুন: শুরু হয়েছে SSC-র আবেদন, এরই মধ্যে নয়া দাবি তুলে সরব চাকরিহারা শিক্ষাকর্মীরা

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। তার আগেই ডিএ মামলার রায় বেরোনোর সম্ভাবনা রয়েছে। আপাতত রায়দানের অপেক্ষায় সকলে। সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে সকলের। দীর্ঘ লড়াইয়ের পর সরকারি কর্মীরা কি জয় ছিনিয়ে আনতে পারবেন? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।