DA মামলায় আপাতত ২৫%, সরকারি কর্মীদের হাতে কত লক্ষ টাকা করে আসতে চলেছে, দেখুন সোজা হিসেব

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রবল অস্বস্তিতে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) মহার্ঘ ভাতা মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য। আদালতের নির্দেশ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ চার সপ্তাহের মধ্যে দিয়ে দিতে মমতা সরকারকে।

সরকারি কর্মীদের জন্য জলের মতো হিসেব , Dearness Allowance

লক্ষ লক্ষ টাকা বকেয়া রয়েছে এ রাজ্যের সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মচারীদের প্রদত্ত হিসাব অনুযায়ী, গ্রুপ ‘এ’ কর্মচারীদের মাথাপিছু ৭-৮ লাখ টাকা বকেয়া ডিএ রয়েছে। গ্রুপ ‘বি’ কর্মীদের মাথাপিছু ৫ লাখ টাকা, এবং গ্রুপ ‘সি’ কর্মীদের মাথাপিছু ৩.৫- ৪ লাখ টাকার মতো বকেয়া রয়েছে। গ্রুপ ‘ডি’ কর্মীদের ক্ষেত্রে তার পরিমাণ ১.২৫- ২.৫ লাখ টাকা।

প্রথমে রাজ্যকে সুপ্রিম কোর্ট বলে, ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিয়ে দিন। তবে রাজ্যের আইনজীবী তুমুল আপত্তি করায় সুপ্রিম কোর্টের নির্দেশ, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনই দিয়ে দিতে হবে। অর্থাৎ সুপ্রিম নির্দেশ মতো গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মচারীদের বকেয়ার ২৫ শতাংশ আপাতত রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে।

ভিডিও দেখুন: https://youtu.be/InFRUwy-aBo?si=5eVmuV4mGMpZDcHi

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এই ডিএ সংক্রান্ত মামলাটি ওঠে। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, আগামী অগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। সেই সময় মামলার চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলা হয়েছে।

আরও পড়ুন: স্থলবন্দর দিয়ে হবে না রপ্তানি, বাংলাদেশকে সরাসরি ‘বাণিজ্য-আঘাত’ ভারতের, বড় বিপাকে ইউনূস

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে। সেই নির্দেশ মতো রাজ্য সরকারের কোষাগার থেকে আনুমানিক ১০,০০০ কোটি টাকার মতো খরচ হতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলার চূড়ান্ত শুনানি হবে আগস্ট মাসে। এবার সেই সময় যদি সরকারকে ১০০ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হয়, তাহলে তার পরিমাণ হবে ৪০ হাজার কোটি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X