বাংলা হান্ট ডেস্কঃ মহার্ঘ ভাতা মামলায় জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র (Dearness Allowance) ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রথমে সুপ্রিম কোর্ট রাজ্যকে ৫০ শতাংশ ডিএ মিটিয়ে দিতে বলেছিল। পরে রাজ্য সরকার তরফে যুক্তি শুনে ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।
কবে থেকে বকেয়া মহার্ঘ ভাতা মিলবে? Dearness Allowance
সুপ্রিম কোর্ট তরফে যে বকেয়া দেওয়ার কথা বলা হয়েছে সেই বকেয়া মহার্ঘ ভাতা কবে থেকে গণনা করা হবে? এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ১ জানুয়ারি ২০১৬ সাল থেকে মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। সেই সময় থেকেই বকেয়া হিসাব করতে হবে।
শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল। প্রথমেই বিচারপতি বলেন,
‘দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে। এবার ৫০ শতাংশ ডিএ মিডিয়ে দিন।’ আদালতের পর্যবেক্ষণ, মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে।
যদিও এর তীব্র বিরোধিতা করে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এটা বিপুল অঙ্কের টাকা। এখনই বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিতে হলে বিরাট সমস্যা হবে। রাজ্যের কোমর ভেঙে যাবে। সিংভির দাবি, মহার্ঘভাতা কোনও সাংবিধানিক অধিকার নয়। সুতরাং এখনই বকেয়া ডিএ-র ৫০ শতাংশ রাজ্যের পক্ষে মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
ভিডিও দেখুন: https://youtu.be/InFRUwy-aBo?si=5eVmuV4mGMpZDcHi
রাজ্যের যুক্তিতে পালটা আদালত বলে, “ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয় ঠিকই। কিন্তু তা বলে দিনের পর দিন টাকা না দেওয়াটাও কোনও কাজের কথা নয়।” সুপ্রিম নির্দেশ, এখনই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে। বিচারপতি কারোল রাজ্যেকে বলেন, এরা আপনাদেরই কর্মী, ফলে অসুবিধার কোনও কারণ নেই।
আগামী চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ায় কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অগাস্ট মাসে চূড়ান্ত শুনানি হবে। এদিকে সুপ্রিম কোর্টের ডিএ নির্দেশ সম্পর্কে রাজ্য সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘ডিএ মামলার সুপ্রিম কোর্টের নির্দেশিকা এখনও হাতে পাইনি। পাওয়ার পর যা বলার বলব।’