ছুটির নিয়মে বদল! নয়া বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের, লিভ নিতে কী করতে হবে সরকারি কর্মীদের

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। যারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন তাদের জন্য বড় আপডেট উঠে আসছে। বিভিন্ন কারণে কর্মচারীদের ছুটির প্রয়োজন হতেই পারে। তবে সেই ছুটির জন্য নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করতে হয়। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই আবেদন খতিয়ে দেখে কর্মচারীর ছুটি মঞ্জুর করেন।

তবে এবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির আবেদন পদ্ধতিতে নিয়ে আসা হচ্ছে বদল।রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন পদ্ধতি বদলে গেল। ছুটির জন্য হাতে লেখা দরখাস্ত গ্রহণ করা হবে না আর। ছুটির যাবতীয় আবেদন এবার থেকে অনলাইনে করতে হবে। অর্থ দপ্তরের পক্ষ থেকে নতুন এই নিয়ম চালু করা হয়েছে শুক্রবার থেকে। 

আরোও পড়ুন : পরা যাবে না জিন্‌স, টি-শার্ট! এবার শিক্ষক-শিক্ষিকাদের জন্য চালু হল নতুন পোশাকবিধি

জানা যাচ্ছে ধীরে ধীরে এই নিয়ম অন্যান্য দপ্তরেও চালু করা হবে। একটি বিজ্ঞপ্তি দিয়ে এদিন অর্থ দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে,  ‘হিউম‌্যান রিসোর্স ম‌্যানেজমেন্ট সিস্টেম’ ব‌্যবহার করেই ক‌্যাজুয়াল লিভ (সিএল) থেকে কম্পেনসেটরি ক‌্যাজুয়াল লিভ (সিসিএল), সব ধরনের ছুটির আবেদন করতে হবে।

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার কী কেন্দ্রের তরফে ফ্রি’তে মিলবে স্মার্টফোন,৩ বছরের ইন্টারনেট?

সূত্রের খবর, কর্মীদের ছুটি মঞ্জুরের দায়িত্বে থাকবেন গ্রুপ ইনচার্জরা। এই নিয়মের আওতায় রাখা হয়েছে গ্রুপ ডি কর্মী থেকে উপসচিব পর্যন্ত সকলকেই। চাইল্ড কেয়ার লিভ, ইএল-এর যাবতীয় তথ্য আগামী ১লা এপ্রিল থেকে প্রস্তুত করা হবে। যদি কোনও ধরনের অসুবিধা হয় তাহলে ব্যবস্থা নেবে অর্থ দপ্তর।

west bengal government employees at writers buildi 1678464260508

অনলাইনে আবেদন করতে যদি কোনও কর্মীর অসুবিধা হয় তাহলে তাকে সাহায্য করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। জানানো হয়েছে ছুটির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে ধীরে ধীরে অন্যান্য দপ্তরে এই প্রক্রিয়া শুরু করা হবে। তবে, এই নতুন পদ্ধতিতে রাজ্য সরকারের অধীনে থাকা কর্মীদের আদৌ সুবিধা হবে কী না তাই সময় বলবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর