বাংলা হান্ট ডেস্কঃ মামলার পর মামলা। নিয়োগ দুর্নীতি, ডিএ থেকে আর জি করের মতো মামলা! আর এসব মামলার খরচ মেটাতেই গত ৫ বছরে আইনজীবীদের (Expenses on Lawyers) পিছনে বিপুল টাকা ঢেলেছে রাজ্য সরকার (West Bengal Government)। গত পাঁচ বছরে উকিল বাবদ রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। সংখ্যাটা বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি। আর কিছুদিন আগে এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
উকিল বাবদ রাজ্যের খরচ নিয়ে শোরগোল | West Bengal Government
তথ্যের অধিকার (আরটিআই) আইনের অধীনে আরটিআই কর্মী অমিতাভ চৌধুরী রাজ্য সরকারের আইন দফতরে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেখান থেকে প্রাপ্ত তথ্য বলছে, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪, এই পাঁচ অর্থবর্ষ মিলিয়ে রাজ্য সরকার খরচ করেছে ৬৫.৪৭ কোটি টাকা। আইনি খরচ মেটাতে পশ্চিমবঙ্গ সরকার এই অর্থ খরচ করেছে।
গত পাঁচ বছরে রাজ্য সরকারের আদালতে বিভিন্ন মামলা লড়ার জন্য শুধু উকিলদের ফি বাবদ এই খরচের কথা শুনে ভিরমি খাচ্ছেন অনেকেই। উল্লেখ্য, রাজ্যের অধিকাংশ মামলাগুলি একবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়। আবার তা সুপ্রিম কোর্টে যায়। প্রতি ক্ষেত্রেই আইনজীবী নিয়োগ করতে হয় রাজ্যকে।

আরও পড়ুন: ৩৫০ কোটির চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে! ঝাড়খণ্ড পালাতে গিয়েই ধরা পড়ল তহসিন
আর এই সব মামলা লড়ার ক্ষেত্রে রাজ্য দেশের একাধিক প্রথম সারির আইনজীবীর উপরে দায়িত্ব দিয়েছে। আর তাতেই এই খাতে রাজ্যের খরচ দিন দিন উত্তরোত্তর বেড়েই চলেছে। উল্লেখ্য, অতীতেও একাধিক সময়ে এই বিষয়ে বিরোধীরা রাজ্য সরকারকে তোপ দেগেছেন।
বিরোধীদের অভিযোগ, এই সব আইনজীবীর পিছনে রাজ্য সরকার সাধারণ মানুষেরই করের টাকা খরচ করছে।













