প্রতিদিন প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, রাজ্য সরকারের উদ্যোগে পরিবর্তন সিনেমা আইনে

Published on:

Published on:

West Bengal government has made it mandatory to show Bengali films in prime time every day

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার (West Bengal Government)। বাংলা সিনেমার প্রসার এবং ভাষা ও সংস্কৃতির রক্ষা করতে রাজ্যের সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টার মধ্যে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এই মর্মে বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

৩৬৫ দিন টাইমে চলবে বাংলা ছবি, নির্দেশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government)

প্রসঙ্গত, বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government) তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরে ৩৬৫ দিন, প্রতিদিন একবার করে প্রাইম টাইমে বাংলা ছবি দেখানো হবে। অর্থাৎ, বছরের প্রতিটি দিন দর্শকরা অন্তত একটি বাংলা ছবি দেখার সুযোগ পাবেন।

আগে প্রাইম টাইম ধরা হতো দুপুর ১২টা থেকে রাত ৯টার মধ্যে, আর বছরে অন্তত ১২০টি বাংলা ছবি দেখানোর নিয়ম ছিল। এবার তা পরিবর্তন করে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং বছরে বাংলা সিনেমা প্রদর্শনের সংখ্যা ১২০ থেকে ৩৬৫ তে উন্নীত করা হয়েছে।

পূর্ব ভারতের ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স-এর সভাপতি স্বরূপ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, “এটি বাংলা সিনেমাকে নতুন প্রাণ দেবে এবং উৎপাদন বাড়াতে সাহায্য করবে। বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক উদ্যোগ।” এছাড়াও, সূত্রের খবর শিগগিরই ১৯৫৬ সালের সিনেমা আইনেও সংশোধন আনা হবে, যা নতুন নীতিকে আইনিভাবে শক্তিশালী করবে।

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে বাংলা সিনেমা শিল্পকে একটি নতুন প্রেরণা দেওয়া হবে। নতুন পরিচালক, প্রযোজক ও অভিনেতারা এই সুযোগ কাজে লাগাতে পারবেন এবং বাংলা সিনেমার সংখ্যা ও মান উন্নত হবে।”

West Bengal government has made it mandatory to show Bengali films in prime time every day

আরও পড়ুনঃ অভিষেকের ডায়মন্ড হারবারে ‘ভুয়ো’ ভোটার? অনুরাগের আক্রমণে তৃণমূলের পাল্টা নিশানা মোদির বারাণসী

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি জরুরি বৈঠকে মিলিত হন টলিউডের এক ঝাঁক তারকা ও নির্মাতারা। এই বৈঠক সাধারণত হয়েছিল ‘বাংলা ছবির ভবিষ্যৎ’ নিয়ে। তারকা ও নির্মাতাদের অভিযোগ ছিল হিন্দি সিনেমার দৌরাত্বে নিজের রাজ্যে অপমানিত হচ্ছে বাংলা সিনেমা। তাদের দাবি, বাংলা সিনেমা কোথাও হল পাচ্ছে না আবার কোথাও হল পেলেও কয়েকদিনের মধ্যেই দেখান বন্ধ করে দেওয়া হচ্ছে।

এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের (West Bengal Government) এই নতুন নীতি এবার বাংলা সিনেমার জনপ্রিয়তা বাড়াবে এবং ভাষা ও সংস্কৃতির রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। যদিও সিনেমা হল মালিকদের জন্য এটি কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবুও বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এটি এক ইতিবাচক পদক্ষেপ।