এক ছাতার তলায় হাজার হাজার কর্মী! ডিরেক্টরেট স্তরে ‘কমন ক্যাডার’ চালু করল নবান্ন

Published on:

Published on:

West Bengal Government Introduces Directorate Common Cadre for Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত হাজার হাজার কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হল। প্রশাসনিক কাজকর্মে আরও শৃঙ্খলা আনা এবং কর্মীদের দীর্ঘদিনের দাবি মেটাতে বড়সড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government)। এবার সচিবালয়ের ধাঁচে ডিরেক্টরেট ও রিজিওনাল অফিসের কর্মীদের জন্যও চালু হচ্ছে একটি অভিন্ন ক্যাডার ব্যবস্থা। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P&AR) দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিসে কর্মরত কর্মীদের নিয়ে গঠন করা হবে ‘ডিরেক্টরেট কমন ক্যাডার সার্ভিস’।

ডিরেক্টরেট কমন ক্যাডার সার্ভিস কী?

এতদিন পর্যন্ত শুধুমাত্র সচিবালয় বা সেক্রেটারিয়েট স্তরের কর্মীদের জন্যই ‘কমন ক্যাডার’ ব্যবস্থা চালু ছিল। এবার সেই একই আদলে ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিসের কর্মীদেরও এক ছাতার তলায় আনার সিদ্ধান্ত নেওয়া হল।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA/এলডিসি) থেকে শুরু করে হেড অ্যাসিস্ট্যান্ট (HA/এইচএ) পদমর্যাদা পর্যন্ত সমস্ত কর্মীকে নিয়ে এই নতুন ক্যাডার গঠন করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সম্পূর্ণ ক্যাডারটির প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে সরাসরি P&AR দপ্তরের হাতে। এর ফলে ভবিষ্যতে বদলি ও নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে এবং কাজের গতি বাড়বে বলে মনে করছে প্রশাসন।

রাজ্য সরকারের (West Bengal Government) নতুন বিজ্ঞপ্তিতে কর্মীদের কাজের মূল্যায়ন পদ্ধতিতেও বদল

এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে কর্মীদের কাজের মূল্যায়ন পদ্ধতিতেও বদল আনা হয়েছে। এতদিন পর্যন্ত শুধুমাত্র বড় আধিকারিকদেরই সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট বা SAR জমা দিতে হতো। এবার থেকে WBGS-এর অন্তর্গত LDA থেকে HA পদমর্যাদার কর্মীদেরও SAR জমা দিতে হবে। অর্থাৎ, সাধারণ করণিকদের কাজের বার্ষিক রিপোর্টও এবার লেখা বাধ্যতামূলক। তবে সেকশন অফিসার (SO) এবং WBSS আধিকারিকদের ক্ষেত্রে আগের মতোই SAR ব্যবস্থা চালু থাকবে, সেখানে কোনও পরিবর্তন হচ্ছে না।

পদোন্নতি নিয়ে কী সিদ্ধান্ত?

রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে পদোন্নতি সংক্রান্ত বিষয়েও স্পষ্ট করে বলা হয়েছে। WBSS-এর ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওএসডি, স্পেশাল অফিসার বা রেজিস্ট্রার পদে পদোন্নতির সময় LDA-দের জ্যেষ্ঠতার তালিকা বা গ্র্যাডেশন লিস্ট দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, ওএসডি, স্পেশাল অফিসার বা রেজিস্ট্রার পদ থেকে ডেপুটি সেক্রেটারি পদে উঠতে হলে ইন-সিটু বা স্বপদোন্নতির নিয়মই মানা হবে।

Nabanna is providing flats to the helpless in Newtown for 6 lakh

আরও পড়ুনঃ ‘ইসলামে চুল দেখানো হারাম, মুখ ঢাকো’, হুগলির মাটিতে মহিলা সাংবাদিককে ধর্মের দোহাই দিয়ে ধমক, স্তব্ধ বাংলা হান্টের প্রতিনিধি

রাজ্য মন্ত্রিসভার অনুমোদন এবং অর্থ দপ্তরের সম্মতির পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তগুলি সঠিকভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে আলাদা করে বিস্তারিত আদেশনামা জারি করতে হবে। তবে কর্মীদের প্রশিক্ষণ ব্যবস্থায় আপাতত কোনও পরিবর্তন আনা হচ্ছে না। সব মিলিয়ে, রাজ্য সরকারের (West Bengal Government) এই সিদ্ধান্তে ডিরেক্টরেট স্তরের কর্মীদের দীর্ঘদিনের দাবি অনেকটাই পূরণ হতে চলেছে। পাশাপাশি প্রশাসনিক কাজেও আরও শৃঙ্খলা ও গতি আসবে বলে মনে করছে প্রশাসন।