বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। বিশেষ করে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার নির্ধারিত সময়ের আগেই স্কুল থেকে চলে যেতে পারবেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। ইতিমধ্যেই এই প্রসঙ্গে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের (West Bengal) মধ্যশিক্ষা পর্ষদ। যদিও, এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে।
মূলত, এই নিয়মটি সব শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং, কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা এটির সুবিধা পাবেন। এমতাবস্থায়, দুপুর ৩ তে বেজে ৩০ মিনিটেই স্কুল থেকে তাঁরা চলে যেতে পারবেন। জানা গিয়েছে যে, একমাস এই বিশেষ সুবিধা পাবেন তাঁরা। যদিও, স্কুলের অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পূর্বের নিয়মমতো নির্ধারিত সময় পর্যন্ত স্কুল করতে হবে বলেও পর্ষদের তরফে জানানো হয়েছে।
ইতিমধ্যেই বুধবার পর্ষদের তরফে এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে পুরো বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, “রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে ২০১১ সালের ২ অগস্ট যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেটির ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে যে, রোজার সময়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয়ের মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা দুপুর ৩ টে বেজে ৩০ মিনিটেই বিদ্যালয় থেকে চলে যেতে পারবেন।”
আরও পড়ুন: IPL থেকে ছিটকে যেতেই চোটের বিষয়ে বড় আপডেট দিলেন শামি, কি জানালেন তারকা পেসার?
যদিও, সব মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরই যে আগে ছুটি হয়ে যাবে, বিষয়টা তেমন নয়। এক্ষেত্রে যাঁরা চাইবেন, তাঁরা চাইলে কিছুটা আগে স্কুল থেকে বেরিয়ে যেতে পারবেন। তবে, এই বিষয়টি নতুন কিছু নয়। কারণ, গতবারে ইদের আগেও যখন এক মাস রোজা চলেছিল, তখন মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল। এমতাবস্থায়, তাঁদের সারাদিনের উপবাস ভেঙে বিকেলের ইফতারে যোগ দিতে সুবিধে হত।
আরও পড়ুন: PhonePe, GPay-র দিন শেষ! এবার ভারত কাঁপাবে Jio UPI, বড় চাল আম্বানির
উল্লেখ্য যে, এমন অনেকেই রয়েছেন যাঁরা পরিবারের সদস্য অথবা বন্ধুবান্ধবের সাথে ইফতার সারেন। এমতাবস্থায়, মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা যাতে দ্রুত বাড়ি ফিরে ইফতার সারতে পারেন সেই বিষয়টি মাথায় রেখেই এবারও মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এক মাসের রোজার পরে ইদের সময় ছুটি থাকলেও ইদ পালনের পরে স্কুল খুললে তখন স্বাভাবিক নিয়মেই স্কুল চলবে এবং তখন নির্ধারিত সময়ই ছুটি হবে সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের।