কপাল খুলছে বাংলার, খুব শীঘ্রই রাজ্যকে বড় উপহার দিতে পারে কেন্দ্র! চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাংলা হান্ট ডেস্কঃ মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। বর্তমানে চলছে পঞ্চায়েতে বোর্ড গঠন পক্রিয়া। এরই মধ্যে বিরাট খবর। জানা যাচ্ছে, আগামী ১০ দিনের মধ্যে ১৬০০ কোটি (16000 crore) টাকার বরাদ্দ পেতে চলেছে রাজ্য সরকার (West Bengal government)। সূত্রের খবর, গতকালই দিল্লি থেকে চিঠি পৌঁছেছে রাজ্যে। যেখানে বলা হয়েছে ১০ দিনের মধ্যে এই ১৬০০ কোটি টাকা পাঠানো হবে।

আর কি জানা যাচ্ছে? এই টাকা পেতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর । কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে এই টাকা পাঠানো হলে তা রাজ্যের পঞ্চায়েত এলাকা গুলিতে রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল এবং নিকাশীর কাজে ব্যবহার করা হবে বলে সূত্রের খবর।

পঞ্চায়েতে পরিকাঠামো উন্নয়ন খাতে এই টাকা আসতে পারে বলেই খবর। আপাতত রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল এবং নিকাশীর কাজের জন্য এই টাকা বরাদ্দ করা হবে। কত দ্রুততার সঙ্গে রাজ্য কাজ শেষ করছে, তার ওপর নির্ভর করবে পরবর্তী বরাদ্দ পাঠানো হবে। সূত্রের খবর, কেন্দ্র থেকে পাঠানো ওই চিঠিতে এও উল্লেখ করা হয়েছে, নভেম্বরের মধ্যে প্রাপ‌্য টাকার ৭৫ শতাংশ খরচ করা হলে বাকি আরও টাকা পাবে রাজ্য।

mamata modi

কি বলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী? এই বিষয়ে অবগত নন বলেই জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumdar)। তার কথায়, ‘‘না আঁচালে বিশ্বাস নেই। তবে যদি এই টাকা দেয়, তবে তা পঞ্চদশ অর্থ কমিশনেরই হবে। ওই টাকাটাই এখনও পুরোপুরি বন্ধ করেনি। বাকি তো আবাস থেকে ১০০ দিনের প্রকল্প সমস্ত টাকাই তো বন্ধ করে রেখেছে কেন্দ্র। কেন্দ্র সরকার সবই বন্ধ করে দিয়েছে।’’

প্রসঙ্গত, আবাস যোজনা থেকে একশো দিনের কাজ সহ নানা প্রকল্পে রাজ্যকে বঞ্চনার অভিযোগে হামেশাই মোদী সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ছোট-বড় সমস্ত নেতার মুখে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু। তবে এত অভিযোগের মধ্যে এবার পঞ্চায়েতের পরিকাঠামো উন্নয়ন খাতে আসতে পারে ১৬০০ কোটি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর