বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ইস্যুতে (SSC Scam) এখনও উত্তাল রাজ্য। দুর্নীতির জেরে চাকরি হারিয়ে আন্দোলন-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ২৬০০০ শিক্ষক-শিক্ষাকর্মী। এরই মধ্যে পার্শ্ব-শিক্ষকদের (Para Teachers) নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। সূত্রের খবর, রাজ্যের কয়েক হাজার প্যারাটিচারদের (Para Teachers) জন্য সুখবর আসতে চলেছে।
পার্শ্ব-শিক্ষকদের কপাল খুলবে? Para Teachers
সূত্র মারফত খবর, পার্শ্ব-শিক্ষকদের বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। পাশাপাশি তাদের পদের নতুন নামকরণও করা হতে পারে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার টাকায় পৌঁছে যেতে পারে।
একইভাবে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকে প্যারাটিচারদের বেতন বেড়ে হতে পারে ৪০ হাজার টাকা, যা সহকারী শিক্ষকদের শুরুর বেতনের প্রায় কাছাকাছি। যদিও এই সমস্ত বিষয়ে অফিসিয়ালি কোনো এখনও কোনও আপডেট মেলেনি।
প্রসঙ্গত, ২৬০০০ চাকরি ইস্যুতে বর্তমানে উত্তাল পরিস্থিতি রাজ্যে। নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও এসএসসি ইস্যুতে টানাপোড়েন অব্যাহত। এরই মধ্যে পার্শ্ব-শিক্ষকদের নিয়ে নয়া ঘোষণা হলে তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ১.৮৩ থেকে ২.৪৬! অষ্টম পে কমিশনে কতটা বেতন-ভাতা বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? জানুন
উল্লেখ্য, বহুদিন ধরেই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরব হয়েছেন পার্শ্ব-শিক্ষকরা। রিপোর্ট বলছে, ২০১৮ সালে প্যারা টিচারদের বৃদ্ধি করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর ৩ শতাংশ করে বেতন বৃদ্ধি করা হয়। তবে তা খুবই সামান্য। প্রাথমিকে পার্শ্বশিক্ষকরা মাসিক ১০ হাজার টাকা ও উচ্চ প্রাথমিকে পার্শ্ব-শিক্ষকরা মাসিক পান ১৩ হাজার টাকা বেতন পান। এই আবহে তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তাতে পার্শ্ব-শিক্ষকদের মুখে চওড়া হাসি ফুটতে পারে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রায় ৪২ হাজার পার্শ্বশিক্ষক রয়েছেন বলে জানা গিয়েছে।