দীঘায় এবার বড় চমক! তৈরী হচ্ছে নয়া পর্যটন কেন্দ্র! সামনে এল রাজ্য সরকারের নতুন আপডেট

বাংলাহান্ট ডেস্ক : অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের গরম। কলকাতার পাশাপাশি গোটা বাংলা জুড়ে এবার রেকর্ড গরম পড়েছে। মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি হলেও, সেভাবে স্বস্তি মিলছে না। তাই অনেকেই রয়েছেন এই সময়টা ঘুরতে চলে যাচ্ছেন শীতল পাহাড়ি অঞ্চলে। তবে অনেকের আবার সাধ্য বা সময় না থাকায় পরিবার বা বন্ধুদের সাথে গিয়ে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন ওয়াটার পার্কে।

কলকাতার বিভিন্ন ওয়াটার পার্কে ভিড় চোখে পড়ার মতো। তবে এবার বাঙালির অন্যতম প্রিয় পর্যটনস্থল দীঘায় (Digha) মিলবে ওয়াটার পার্কের মজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দীঘাকে গড়ে তোলা হবে গোয়ার আদলে। রাজ্য সরকারের তরফ থেকে এরপর নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই সৈকত নগরীকে।

আরোও পড়ুন : অবশেষে মিলবে শান্তি! রাতের ট্রেনের টিকিট চেকিং নিয়ে এবার নেওয়া হল বড় সিদ্ধান্ত, আপডেট রেলের

উন্নতমানের রাস্তা থেকে শুরু করে জগন্নাথ মন্দির, অডিও ভিজুয়াল পার্ক, একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে দীঘার জন্য। তবে এবার সিঙ্গাপুরের আদলে দীঘায় তৈরি করা হবে ওয়াটার পার্ক। দীঘার মুকুটে যে নতুন পালক যোগ হচ্ছে আবার তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই গোটা বছর পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে থাকে দীঘা।

Digha

এই দীঘাতেই আরো পর্যটকদের আকর্ষণ করতে নতুন উদ্যোগ নেওয়া হল রাজ্য সরকারের তরফে। জানা গেছে, দীঘায় ওয়াটার পার্ক তৈরি করার উদ্দেশ্যে ইতিমধ্যেই সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দীঘা রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে হোটেল বৈশাখী এবং ইন্দ্রপুরী। তার বিপরীতেই তৈরি করা হচ্ছে এই ওয়াটার পার্ক।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর