পুজোর ঠিক আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় খবর! বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Published on:

Published on:

lakshmir bhandar(3)

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মাসে রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় আপডেট এল। এবারের পুজো শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর। তার আগে থেকেই ছুটি শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মীদের। এই আবহে ১৬ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য জানিয়েছিল, চলতি মাসের শেষ সপ্তাহেই ভাতার টাকা দেওয়া হবে। তবে এবার সেই সিদ্ধান্ত বদল করা হল।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট | Lakshmir Bhandar

নবান্ন তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা অক্টোবরের প্রথম সপ্তাহেই ঢুকবে। অর্থাৎ এর আগে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে বদল আনা হল। অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক কারণে রাজ্য সরকারের আগের সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।

জানা গিয়েছে দুর্গাপুজোকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ থাকছে নবান্নের। তাই একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভান্ডারের টাকা অক্টোবরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।

মনে করা হচ্ছে, একেবারে লক্ষ্মীপুজো কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। নবান্ন তরফে বলা হয়েছে, কোনওভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না। সময় পরিবর্তন করা হয়েছে মাত্র। সেপ্টেম্বর মাসের ভাতার টাকা অক্টোবরই উপভোক্তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকতায় বাধ্যতামূলক টেট! দু’বছরের মধ্যে পাস না করলে… সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে পর্ষদ

এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। প্রতি মাসেই প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হবে না।