OBC সার্টিফিকেট বাতিল মামলা তালিকা থেকে মুছে দিল সুপ্রিম কোর্ট! সামনে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলে হচ্ছে না ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার (OBC Certificate Case) শুনানি। সুপ্রিম কোর্টের ‘শুনানি তালিকা’ থেকে বাদ দেওয়া হয়েছে এই সংক্রান্ত মামলাকে। আজ ওই মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে (Supreme Court) ওঠার কথা ছিল। তবে সোমবার যে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয় তাতে ওই মামলাটিকে তালিকা থেকে মুছে দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ আজ শুনানির জন্য উঠছে না ওবিসি মামলা।

কেন মোছা হল OBC সার্টিফিকেট মামলা? (OBC Certificate Case)

কেন সুপ্রিম কোর্টের তালিকা থেকে ওবিসি মামলা সরানো হল সেই নিয়ে নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। এই মামলার পরবর্তী শুনানি মার্চ মাসে হতে পারে বলে আদালত সূত্রে খবর। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেই মামলা এখনও বিচারাধীন হলেও হাইকোর্টের রায়ের উপর স্থগিতদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। ফলে আপাতত ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রইল।

প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গত ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল।

সেই সময় হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে যায়। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে।

Supreme Court

আরও পড়ুন: ‘নূন‍্যতম সম্মান জানান’, পশ্চিমবঙ্গ সরকারের মামলায় বিরাট চটল সুপ্রিম কোর্ট, এজলাসে দাঁড়িয়ে কপিল সিব্বলরা

গত বছর এই মামলা শেষবার সুপ্রিম কোর্টে উঠলে আদালতের পর্যবেক্ষণ ছিল, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ পাওয়া উচিত নয়। এর পর জানুয়ারিতে মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেবারেও শুনানি পিছিয়ে গিয়েছিল শীর্ষ আদালতে। আর এদিনও তাই হল। (OBC Certificate Case)

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর