বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে (Supreme Court) ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার (OBC Certificate Case) শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার এজলাসেই এই মামলা থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টে উঠল না OBC মামলা | OBC Certificate Case
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গত ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল।
সেই সময় হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে যায়। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে। তবে যত সময় গড়াচ্ছে জট যেন আরও বাড়ছে। এদিন ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় একাধিক ক্ষেত্রে ফের সমস্যা দেখা দিতে পারে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, আগামী ২২শে জুলাই, ২০২৫-এ এই মামলার শুনানি হতে পারে। প্রসঙ্গত, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়ার ভবিষ্যত এই মামলার রায়ের ওপর নির্ভর করছে। এসএসসি থেকে কলেজে ভর্তি একাধিক বিষয়ে এই মামলার কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। এই মামলার রায় সামনে না আসা পর্যন্ত রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করা যাচ্ছে না, যার উপর একাধিক বিষয় নির্ভর করছে।
ওবিসি মামলার দীর্ঘসূত্রিতার কারণে আশঙ্কা সৃষ্টি হয়েছে পড়ুয়া থেকে চাকরিপ্রার্থীদের মধ্যে। কবে এই মামলার নিষ্পত্তি হবে এবং নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক হবে, সেই দিকে নজর রয়েছে সকলের। উল্লেখ্য, এর আগে বিভিন্ন কারণে একাধিকবার এই মামলার শুনানি পিছিয়ে যায় শীর্ষ আদালতে। আপাতত জুলাই মাসের শেষে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা যাচ্ছে। (OBC Certificate Case)