বাড়ল অস্বস্তি! রাজ্যের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, এক মাস পর হবে শুনানি

Published on:

Published on:

supreme court(5)

বাংলা হান্ট ডেস্কঃ OBC শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার (Government Of West Bengal)। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য। তবে রাজ্যের সেই আবেদনে সায় দিল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিআর গবই জানিয়ে দিলেন এক মাস পর নির্ধারিত দিনেই ওই মামলার শুনানি হবে। জরুরি শুনানির আর্জি খারিজ।

রাজ্যের আবেদনে ‘না’ সুপ্রিম কোর্টের | Supreme Court

সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলা ওঠার কথা ছিল। তবে সময়ের অভাবে সেই মামলার শুনানি পিছিয়ে যায়। জানা যায়, ওবিসি সংক্রান্ত মামলার শুনানি এক মাস পিছিয়েছে সুপ্রিম কোর্টে। এই ইসুতেই দেশের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকার।

রাজ্য তরফে আবেদন করা হয়, ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে সম্প্রতি একাধিক জটিলতার সৃষ্টি হয়েছে। কলকাতা হাই কোর্ট একাধিক নির্দেশ জারি করেছে। সেই সমস্ত জট কাটাতে দ্রুত এই মামলার শুনানির আর্জি জানান রাজ্যের আইনজীবী। আগামী বৃহস্পতিবার অথবা সোমবার মামলার শুনানি করার আবেদন জানান তিনি। কিন্তু সেই আর্জিতে সায় দেয়নি সর্বোচ্চ আদালত।

এদিন প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, ওই মামলা তালিকা থেকে বাদ দেওয়া বা নতুন করে তালিকা তৈরি করা সম্ভব নয়। আগামী ৯ সেপ্টেম্বর ওবিসি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ৭ অগস্ট রাজ্য জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল। তবে ওবিসি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের কারণে জয়েন্টের ফলপ্রকাশ পিছিয়ে যায়। OBC মামলায় হাই কোর্টের নির্দেশের জেরে রাজ্যের কলেজগুলিতে স্নাতকে ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন করা সম্ভব হয়নি।

এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। তবে এখানেও সুরাহা হয়নি। সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে নতুন করে একটি মামলা দায়ের হয়। গত বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় হাইকোর্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সংরক্ষণ নিয়ে নয়া নির্দেশ দেয়।

সেই নির্দেশের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। দ্রুত শুনানির আবেদন করা হয়। তবে তা খারিজ হয়ে যাওয়ায় জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিচারপতি কৌশিক চন্দের নির্দেশই আপাতত বহাল থাকল।

প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গত ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল।

Supreme Court

আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দিরের পর এবার বাংলায় ‘দুর্গা অঙ্গন’, হয়ে গেল সিদ্ধান্ত, কোথায় তৈরি হবে?

সেই সময় হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে যায়। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে। তবে যত সময় গড়াচ্ছে ওবিসি সংক্রান্ত আরও একাধিক মামলায় জট যেন আরও বাড়ছে।