সর্বত্র হিট কেরালা স্টোরি, শুধু বাংলাতেই কেন নিষিদ্ধ? সুপ্রিম কোর্টকে সাফাই রাজ্য সরকারের

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ককে তুড়ি মেরে বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছে দ্য কেরালা স্টোরি (The Kerala Story)। বলিউডের সমসাময়িক মুক্তিপ্রাপ্ত অন্য হিন্দি ছবিগুলিকে চুটকিতে উড়িয়ে ৯ দিনেই ১০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছিল। কিন্তু তবুও বিতর্ককে দূরে সরিয়ে রাখতে পারেনি দ্য কেরালা স্টোরি। পশ্চিমবঙ্গ জুড়ে সম্পূর্ণ নিষিদ্ধই করে দেওয়া হয়েছে এই ছবির প্রদর্শনী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ নিয়ে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক বিতর্ক। সমাজে হিংসার পরিবেশ যাতে না তৈরি হয়, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্যই ছবিটি নিষিদ্ধ করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে পরিচালক সুদীপ্ত সেন স্পষ্ট বলেছিলেন, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আদালতে যাবেন। যেমন বলা তেমন কাজ।

kerala story apology

সেন্সর বোর্ডের ছাড়পত্র রয়েছে এই ছবির। তবুও কেন পশ্চিমবঙ্গ নিষিদ্ধ হল দ্য কেরালা স্টোরি? আইনত কতটা সিদ্ধ এই সিদ্ধান্ত? সুপ্রিম কোর্টের কাছে এমনি প্রশ্ন রেখেছিলেন দ্য কেরালা স্টোরির পরিচালক প্রযোজকরা। তাঁদের আর্জির ভিত্তিতে ছবিটি বাংলায় নিষিদ্ধ করার কারণ ব্যাখ্যা করার নোটিস দেওয়া হয় রাজ্য সরকারকে।

আদালতের নোটিস পেয়ে উত্তরও দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুধবার দ্বিতীয় শুনানির আগেই রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, দ্য কেরালা স্টোরিতে পক্ষপাতিত্ব করা হয়েছে। এমন ভাবে তথ্য বিকৃত করা হয়েছে যা একটি বিশেষ সম্প্রদায়েরর ভাবাবেগে আঘাত করতে পারে। আর এতে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই নিষিদ্ধ করা হয়েছে ছবিটি, দাবি রাজ্য সরকারের।

শুনানিতে পালটা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন, দেশের অন্যান্য রাজ্যেও তো মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। সেখানে তো সম্প্রীতির পরিবেশ বিঘ্নিত হচ্ছে না। উত্তরে রাজ্য সরকারের তরফে জানানো হয়, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। সেই জায়গা থেকেই নিষিদ্ধ করা হয়েছে ছবিটি।

এর আগে পরিচালক সুদীপ্ত সেন বলেছিলেন, ছবিটি সেন্সর বোর্ডে পাশ হয়েছে। সেন্সর বোর্ডের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ রয়েছে, ছবিটির প্রদর্শনী বন্ধ করা যাবে না। তাই নিষিদ্ধ শব্দটাই ভুল বলে মন্তব্য করেন পরিচালক। কিন্তু আদালতে রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ছবির প্রযোজককেও কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া হবে না।


Niranjana Nag

সম্পর্কিত খবর