জানুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় আপডেট, নতুনদের জন্যও এল ‘ভালো খবর’

Published on:

Published on:

Lakshmir Bhandar(8)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। বিধানসভা ভোটের আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা তুঙ্গে। একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই ফের এক দফায় বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ। যদিও সরকার তরফে এ বিষয়ে কোনো আপডেট মেলেনি। এরই মধ্যে জানুয়ারির লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এল বড় আপডেট।

কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? Lakshmir Bhandar

রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপভোক্তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় স্বস্তির খবর এল। জানা গিয়েছে জানুয়ারি ২০২৬-এর পেমেন্ট প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানুয়ারি মাসে ভাতার টাকা কবে ঢুকবে? এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন। প্রশাসনিক সূত্রে এবং বিভিন্ন উপভোক্তার স্ট্যাটাস চেক করে জানা যাচ্ছে, ইতিমধ্যেই এ মাসের পেমেন্ট প্রসেসিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বহু উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসে ‘Payment Under Process’ দেখাচ্ছে। এর অর্থ কি?

জানা যাচ্ছে, ‘Payment Under Process’ এর মাধ্যমে বলা হচ্ছে, ট্রেজারি থেকে বিল পাশ হয়ে গেছে এবং খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সোমবার থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ধাপে ধাপে টাকা জমা পড়ে বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে। যাঁদের জমা পড়েনি এখনও, তারাও খুব শীঘ্রই ভাতার টাকা পেয়ে যাবেন।

জানানো হচ্ছে, ৮ই জানুয়ারির মধ্যেই অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারও ক্ষেত্রে প্রযুক্তিগত কারণে দেরি হলে ১০ই জানুয়ারির মধ্যে সেই সমস্যা দূর করে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। উল্লেখ্য, রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার।

আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দর! দেখুন আজকের লেটেস্ট রেট

এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। প্রতি মাসেই প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হবে না।

lakshmir bhandar(2)

যারা দুয়ারে সরকার ক্যাম্প বা অন্য মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে যদি অনলাইন স্ট্যাটাস জানুয়ারি মাসের ঘরে ‘Payment Under Process’ লেখাটি থাকে তাহলেই এই মাসেই টাকা ঢুকে যাবে। যদি কারও ক্ষেত্রে স্ট্যাটাস এখনো আপডেট না হয় বা পেন্ডিং দেখায়, তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।