ভুলে যান প্যান কার্ড! এবার রাজ্য সরকারের এই নয়া ব্যবস্থা চালু হলেই মিলবে একাধিক সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি প্রত্যেকের কাছে। সরকারি হোক কিংবা বেসরকারি, সর্বক্ষেত্রেই আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ডের গুরুত্ব অপরিসীম। এবার কেন্দ্রীয় সরকার বিশেষ কার্ড আনতে চলেছে শিক্ষা ক্ষেত্রে। বিশেষজ্ঞরা বলছেন নতুন এই কার্ড ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতোই গুরুত্বপূর্ণ হবে। আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নেব এই কার্ড সম্পর্কে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এবার পড়ুয়াদের জন্য চালু করা হচ্ছে PEN Number বা Permanent Education Number। বলা হচ্ছে, স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষাক্ষেত্রে ভর্তির জন্য বাধ্যতামূলক হবে এই PEN নম্বর। এই কার্ড না থাকলে পড়াশুনার অনুমতি পাবেন না দেশের পড়ুয়ারা। এই কার্ডে থাকবে ১১ ডিজিটের নম্বর বা কোড। পাশাপাশি পড়ুয়াদের প্রদান করা হবে আলাদা আইডেন্টিটি। গোটা দেশজুড়ে ব্যবহার করা যাবে এই PEN নম্বর।

আরোও পড়ুন : স্টার জলসার দর্শকদের মাথায় হাত! ভালো TRP পেয়েও নতুন সিরিয়ালের কোপে শেষ হচ্ছে এই জনপ্রিয় মেগা

এই PEN  নম্বরের মাধ্যমে পড়ুয়াদের দেওয়া হবে একাধিক সুযোগ সুবিধা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানাচ্ছে, দেশের যেকোনো প্রান্তের স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য লাগবে এই PEN নম্বর। এছাড়াও এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যে কোনো প্রান্তে পাবেন মাইগ্রেশনের সুযোগ। এছাড়াও এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে স্কলারশিপ, চাকরি ও সরকারি অন্যান্য সুবিধা। ভুয়ো ডিগ্রি নিয়ে যারা চাকরিতে ঢুকবেন তাদের সহজেই শনাক্ত করা যাবে এই কার্ডের মাধ্যমে।

Why is Racahna nominated for Hooghly? Mamata Banerjee said.

স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে পড়ুয়াদের বানিয়ে দেওয়া হবে PEN নম্বর। সময়মতো স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের কাছে নথি চাওয়া হবে এই কার্ড তৈরি করার জন্য। রাজ্যের শিক্ষা দপ্তর PEN নম্বর প্রদান করার জন্য বিশেষ ওয়েবসাইট শুরু করেছে। বাংলার পড়ুয়ারা এই সুবিধা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) ‘বাংলার শিক্ষা‘ পোর্টালে। তবে এই মুহূর্তে বাংলার ছাত্র-ছাত্রীরা এর অ্যাক্সেস পাবেন না। PEN CARD তৈরি হলে শিক্ষা আইডেন্টিটিকে মার্জ করলে পড়ুয়ারা এই অ্যাক্সেস পাবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর