টোটোতেও নম্বর প্লেট, দৌরাত্ম্য রুখতে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, ডেডলাইন বেঁধে দিল রাজ্য সরকার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শহরের রাস্তায় টোটোর (Toto) দৌরাত্ম্য লেগেই থাকে। নিত্যযাত্রীরা প্রায়ই অভিযোগ করেন, টোটোওয়ালাদের বেনিয়ম এবং দাদাগিরির ব্যাপারে। যাত্রীদের অভিযোগ পেয়েই এবার নড়েচড়ে বসল প্রশাসন। রাস্তায় টোটোর (Toto) দৌরাত্ম্য রুখতে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার টোটোতেও বসতে চলেছে নম্বর প্লেট। রাজ্যের সমস্ত টোটোকেই অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

টোটোর (Toto) দাপট রুখতে বড় উদ্যোগ রাজ্য সরকারের

শহর এবং শহরতলির রাস্তায় এখন বাস, অটোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টোটোর (Toto) সংখ্যা। সেই সঙ্গে বেড়ে চলেছে অভিযোগও। ক্ষুব্ধ বাস-অটো চালকরাও। কিন্তু টোটো একেবারে নিষিদ্ধ করে দেওয়াও সম্ভব নয়। কারণ লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্ভর করে রয়েছে টোটোর উপরে। তাই টোটো বন্ধ করার ক্ষেত্রে আগেই বারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই টোটো (Toto) নিয়ে অভিযোগ ঠেকাতে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

West Bengal government took big decision to control toto

কী সিদ্ধান্ত প্রশাসনের: পরিবহন মন্ত্রী স্বীকার করে নিয়েছেন, নিয়ন্ত্রণহীন টোটোর (Toto) জন্য যানজট তৈরি হচ্ছে। এতে সমস্যায় পড়ছেন পথচলতি মানুষ এবং নিত্যযাত্রীরা। তাই এবার টোটোকে নিয়মে বাঁধার কাজ শুরু করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে টোটোগুলিকে (Toto) দেওয়া হবে নম্বর প্লেট। টোটোর গায়ে লাগানো হবে কিউআর কোড দেওয়া স্টিকার। তারপরেই টোটো (Toto) চলাচলের রাস্তাও নির্ধারণ করে দেওয়া হবে। এর জন্য ঠিক করা হয়েছে ডেডলাইন।

আরও পড়ুন : গা ভরা পেল্লায় সোনার হার, বিচ্ছেদের জল্পনা উড়িয়ে সুনীতাকে উপহার গোবিন্দার! কত ওজন হবে?

বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন: জানা যাচ্ছে, এই চিহ্নিতকরণের কাজ হবে ১৩ ই অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে। অনলাইনের সঙ্গে সঙ্গে কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা হবে এই চিহ্নিতকরণ প্রক্রিয়া। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে অন্য কোনও টোটোকে (Toto) রাস্তায় নামানো যাবে না। ৩০ শে নভেম্বরের মধ্যে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করানোর ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এর জন্য খরচ হবে ১০০০ টাকা।

আরও পড়ুন : জুবিন মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়, এবার গ্রেফতার দুই দেহরক্ষী!

জানা যাচ্ছে, ৬ মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা অর্থাৎ ১২ মাসে ১২০০ টাকা দিতে হবে। সব টোটোগুলি নম্বর পেয়ে গেলে আগামীতে জোড় এবং বিজোড় সংখ্যার ভিত্তিতে অলটারনেটিভ দিন হিসেবে টোটগুলিকে রাস্তায় নামানোর কথা ভেবেছে পরিবহন দফতর। আগামী বছরের জানুয়ারির মধ্যেই এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে বলে খবর।