বাঙালির ফুটবলপ্রীতির সম্মানস্বরূপ বাংলার তিন প্রধানকে বঙ্গবিভূষণ সম্মান দিতে আগ্রহী রাজ্য সরকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কথায় বলে ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর বাংলার আবেগের একটা বড় অংশ বহন করে থাকে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ক্লাব তিনটি। তাই দীর্ঘদিন ধরে বাংলার ফুটবল ঐতিহ্যকে বহন করার স্বার্থে বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার উদ্দেশ্য নিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসের ২৫ তারিখেই নজরুল মঞ্চে ওই সম্মান প্রদান করা হবে। এই তিন ক্লাবের ঐতিহাসিক গুরুত্বের স্বীকৃতি স্বরূপই এই সম্মান দেওয়া হবে তাদের।

১০ বছর আগেও বাংলার তিনটি ক্লাবের সঙ্গে টেক্কা দিতো গোয়ার একগাদা ক্লাব। ডেম্পো থেকে শুরু করে সালগাওকার বা ভাস্কো, জাতীয় লিগে মোহনবাগান কে বরাবরই কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতো তারা। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে আস্তে আস্তে সেই নামিদামি ক্লাবগুলি হারিয়ে গিয়েছে। কিন্তু বাংলার তিন প্রধানের সমর্থক গোষ্ঠী এতটাই সবল যে তাদের অস্তিত্ব নিয়ে অত্যন্ত খারাপ সময়েও কোনো প্রশ্ন ওঠেনি।

রাজ্য সরকারের তরফ থেকে যে চিঠি পাঠানো হয়েছে তার সারমর্ম অনেকটা এইরকম, “মোহনবাগান/ ইস্টবেঙ্গল/ মহামেডান ক্লাব বাঙালির এক আবেগের পরিচয়। শুধুমাত্র ফুটবল নয়, আরও বিভিন্ন খেলাধুলায় তাদের নাম সমগ্র ভারতবাসীর কাছে গৌরব এনে দিয়েছে। ক্রীড়াক্ষেত্রে এই বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে আগামী ২৫শে জুলাই নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার ক্লাবগুলিকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করতে চায়।”

বঙ্গবিভূষণ সম্মানের ক্ষেত্রেও নজির গড়া হবে যখন এই তিন ক্লাবের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। কারণ এতদিন অব্দি এই সম্মান গুলি কোন বিশেষ ক্ষেত্রে বিশেষ সাফল্য পাওয়া ব্যক্তি কে প্রদান করা হতো। এই প্রথম কোনও ক্লাবকে রাজ্য সরকারের তরফ থেকে এই সম্মানে সম্মানিত করা হবে। যদিও ক্লাব বললেও আসলে সমর্থকদের কাছে ক্লাবগুলি সাধারণ ক্লাবের থেকে অনেক বেশি। তাদের মধ্যে অনেকেই ক্লাবকে মাতৃসম ভক্তি করে থাকে। তাই এই সংবাদ শুনতে পেয়ে খুশি অনেক ভক্তই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর