রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ‘বিরাট’ ঘোষণা! এবার বড়সড় আপডেট দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট, ওদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এরই মধ্যে এবার জঙ্গলমহলে শিক্ষার সার্বিক প্রসারে ‘বিরাট’ পদক্ষেপ নিলেন তৃণমূল সুপ্রিমো। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় সাঁওতালি মাধ্যমের স্কুল চালু করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

তবে কেবলমাত্র স্কুলই নয়, পাশাপাশি বিএড কলেজগুলিতেতেও সাঁওতালি ভাষার প্রসারে উদ্যোগী রাজ্য সরকার। জানানো হয়েছে বিএড কলেজগুলিতেতেও সাঁওতালি ভাষায় পড়াশোনা শুরু হবে। এদিন নবান্ন তরফে এক বিবৃতি জারি করে জানানো ৮৪৪টি পদে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করবে রাজ্য।

জঙ্গলমহলের ঝাড়গ্রামের ব্লকে ব্লকে সাঁওতালি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল খোলার পাশাপাশি হোস্টেল খুলতেও উদ্যোগী মমতা সরকার। তবে শুধুও যে সাঁওতালি ভাষাতেই পঠন-পাঠন সীমাবদ্ধ থাকবে না। ইংরেজি ভাষাতেও স্কুলে শিক্ষাদান হবে। যার জন্য নিয়োগ করা হবে ইংরেজি শিক্ষকও।

লেখাপড়ার পাশাপাশি ঐতিহ্যবাহী জঙ্গলমহলের পড়ুয়াদের সাংস্কৃতিক দিক থেকে উৎসাহ জাগাতে সাঁওতালি নাচ ও মিউজিকের উপর ডিপ্লোমা কোর্স চালু করার কথা ভাবছে রাজ্য। জোর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গেও। উত্তরে রাজবংশীদের শিক্ষার প্রসারেও নানা পদক্ষেপ করছে রাজ্য সরকার।

mamata

উত্তরে শিক্ষার সার্বিক প্রসারে আরও তৎপর হচ্ছে রাজ্য। নবান্ন বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০১৪ সালের জানুয়ারি মাস থেকেই উত্তরবঙ্গে মোট ১৯৮টি রাজবংশী মাধ্যমের স্কুলে রাজ্য সরকারে অধীনে পড়াশোনা শুরু হবে। সবমিলিয়ে শিক্ষাক্ষেত্রে উন্নয়নে জোরদার উদ্যোগ নিচ্ছে রাজ্য।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর