বেকারদের প্রতি মাসে ১৫০০ টাকা দেবে সরকার! আপনিও সুবিধা নিতে চাইলে এভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে শুরু হয়েছে নানা প্রকল্প। প্রায় ৭০ টির উপর জনমুখী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পগুলি সম্বন্ধে অনেকেই সচেতন হলেও এমন অনেক মানুষ আছেন যারা এই প্রকল্পের বিষয়ে সবিস্তার জানেন না। এর ফলে তারা বঞ্চিত হচ্ছেন এই জনমুখী প্রকল্পগুলির সুবিধা থেকে।

কয়েক বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে বেকার যুবক – যুবতীদের জন্য একটি প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন। অনেক যুবক যুবতী এই প্রকল্পের নাম শুনলেও বিস্তারিত হয়তো জানেন না। তাই এখনো পর্যন্ত এই প্রকল্পে নাম লিখিয়ে উঠতে পারেননি। আজ তাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো।

যুবশ্রী (JUBOSHREE PRAKALPA) প্রকল্প: যুবশ্রী প্রকল্পের মাধ্যমে বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক – যুবতীদের মাসিক ১৫০০ টাকা আর্থিক অনুদান দিয়ে থাকে ।

কিভাবে আবেদন করবেন যুবশ্রী প্রকল্পে:

এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য প্রথমে https://employmentbankwb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও ইমেইল আইডি নথিভুক্ত করে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এরপর সেই আবেদন পত্র পূরণ করে আপলোড করতে হবে। আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তার একটি কপি নিয়ে স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর অফিসে গিয়ে যাবতীয় নথি সহ সেটি জমা দিতে হবে। এক্ষেত্রে মনে রাখা দরকার অনলাইনে আবেদন পত্র সাবমিট করার ৬০ দিনের মধ্যে প্রার্থীকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে যাবতীয় তথ্য জমা দিতে হবে। নতুবা অনলাইন আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে।

JOB RECRUITMENT

এরপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দপ্তর আপনার যাবতীয় নথি খতিয়ে দেখবে। প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার মোবাইলে একটি ওটিপি মেসেজ আসবে। সেই ওটিপির মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করলে আপনার ফোনে চলে আসবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর আইডি ও পাসওয়ার্ড। তারপর যুবশ্রী প্রকল্পের অধীনে আপনার নাম নথিভুক্ত হয়ে গেলে প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা শুরু হয়ে যাবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর