বাংলাহান্ট ডেস্কঃ দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের (Durgapur Projects Limited) অব্যবহৃত জমির কিছু অংশ লিজ দেওয়া অথবা বিক্রির জন্য সম্মতি দিয়েছে রাজ্য সরকার। এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সভা আয়োজন করা হয়েছিল। কিন্তু কি কারণে এই জমি বিক্রি করা হচ্ছে তা এখনও পরিষ্কার নয়। তবে এই জমি বিক্রির অর্থ সঠিক কাজে লাগানো হবে।
এখানে প্রায় ৪০০০ জন কর্মী কাজ করেন। দুর্গাপুর এবং আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ হয় এখান থেকেই। তবে এই প্রথম অব্যবহৃত জমি কাজে লাগানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ৩৫৫৯ একর জমির মধ্যে থেকে হুগলি, দুর্গাপুর ও ডানকুনির অংশের ১০০০ একর জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ৬৫০ একর জমি জুড়ে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র এবং কোক ওভেন প্ল্যান্ট। অন্যদিকে প্রশাসনিক ভবন, জনপদ এবং বিভিন্ন অফিস রয়েছে ৯০০ একর জমিতে। হিসেব করলে দেখা যায়, ৩৫৫৯ একর জমির প্রায় ৫০ শতাংশই ফাঁকা পড়ে আছে।
বিদ্যুৎ বিভাগ কর্তৃক গৃহীত একটি পুনর্গঠন পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সালে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডকে তিন ভাগে ভাগ করা হয়েছিল। সঞ্চালনের কাজ ছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সঞ্চালন সংস্থার কাজে, বিতরণের দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে এবং বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনের কাছে।
সূত্রের খবর, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড বিগত এক দশক ধরে প্রতি অর্থবছরে ২০০ কোটি টাকা লোকসানের সম্মুখীন হচ্ছে। কমপক্ষে দুই হাজার কোটি টাকা সমস্যা দূর করার জন্য একটা সাহসী পদক্ষেপ নেওয়া দরকার।