বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের হাইভোল্টেজ বকেয়া ডিএ মামলার (Dearness Allowance) শুনানি চলছে সুপ্রিম কোর্টে। চলতি সপ্তাহে তিনদিন পরপর শুনানি হলেও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। আগে শোনা গিয়েছিল, আগামী বৃহস্পতিবার ফের ডিএ মামলার শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্টে। তবে সেই তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল।
মঙ্গলে সুপ্রিম কোর্টে হাইভোল্টেজ ডিএ মামলা | Dearness Allowance
জানিয়ে রাখি, ডিএ মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার ১২ অগাস্ট অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যেই এই মামলার শুনানি শেষ হয়ে যাবে। তার পরে রায় দেবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কী রায় দেয়, বর্তমানে সকলের নজর সেদিকে। তবে আগামীকাল রাজ্য সরকারের অন্য কোনো আইনজীবী অতিরিক্ত সময় চাইলে শুনানি দীর্ঘায়িত হতে পারে।
এই মামলার শেষ শুনানিতে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী সওয়াল করেছিলেন। মঙ্গলবার রাজ্য সরকারি আইনজীবী কপিল সিব্বল ১৫ মিনিট, সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী পাতওয়ালিয়া ১০ মিনিট, ইউনিটি ফোরামের আইনজীবী করুণানন্দী ৫-৭ মিনিট এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীব গোপাল সুব্রহ্মণ্যম সওয়াল করতে পারেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলার শুনানির আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে একটি লিখিত হলফনামা জমা দেওয়া হয়েছে। ডিএ মামলার পরবর্তী শুনানিতে এই হলফনামা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: এবার ২০০ টাকারও কমে কল ও ডেটা ফ্রি!তোলপাড় করা অফার আনল Jio, ঘুম উড়ল Airtel-Vi এর
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মত পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ-র (Dearness Allowance) ২৫ শতাংশ মেটায়নি রাজ্য সরকার। যা আদালত অবমাননার সামিল! কেন ডিএ মেটানো হয়নি? ডিএ মামলার শুনানিতে সেই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলার সক্রিয় শুনানি কর্মচারীদের মনে নতুন করে আশা জাগিয়েছে। এবার সুপ্রিম কোর্টে এই মামলা কোন মোড় নেয় সেটাই দেখার।