বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহে পর পর শুনানি হলেও জট খোলেনি। রাজ্য সরকারি কর্মীদের হাইভোল্টেজ বকেয়া ডিএ মামলার (Dearness Allowance) ফের মঙ্গলে উঠবে সুপ্রিম কোর্টে। এই শুনানির দিকে নজর রয়েছে সব মহলের। শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। এই আবহে ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা।
ডিএ মামলার শুনানি কখন? Dearness Allowance
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ২ টোয় পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলা উঠবে সুপ্রিম কোর্টে। মঙ্গলবারের মধ্যেই এই মামলার শুনানি শেষ হয়ে যাবে, অর্থাৎ এদিনই ডিএ মামলার শুনানি সম্পূর্ণ হতে পারে বলে আশা করা হচ্ছে। এবার সুপ্রিম কোর্টে কী হয় সেটাই দেখার।
মঙ্গলবার রাজ্য সরকারি আইনজীবী কপিল সিব্বল ১৫ মিনিট, সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী পাতওয়ালিয়া ১০ মিনিট, ইউনিটি ফোরামের আইনজীবী করুণানন্দী ৫-৭ মিনিট এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীব গোপাল সুব্রহ্মণ্যম সওয়াল করতে পারেন বলে জানা যাচ্ছে।
ডিএ মামলা প্রসঙ্গে কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ (আইএনটিইউসি)র তরফে মলয় মুখোপাধ্যায় সোমবার বলেন, ‘আগামীকাল নয়া হলফনামা শুনবেন কি শুনবেন না তা এই মুহূর্তে বলতে না পারলেও আমাদের আশা আগামীকালই শুনানির ইতি ঘটবে।’ সরকারি কর্মীদের নেতা আরও বলেন, ‘যদি তা না হয় তবে বুধবারের জন্য অপেক্ষায় থাকতে হবে।’ সরকারের এই মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর ‘প্রয়াস’কে তীব্র নিন্দা করেছেন তিনি।
আরও পড়ুন: মঙ্গলে তুমুল বৃষ্টিতে তোলপাড় হবে একাধিক জেলা! বাড়বে ভোগান্তি, এক নজরে আজকের আবহাওয়া
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মত পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ-র (Dearness Allowance) ২৫ শতাংশ মেটায়নি রাজ্য সরকার। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে ৬ সপ্তাহের সময়ও দিয়েছিল কোর্ট। তবে সময়সীমার মধ্যে বকেয়া ডিএ না মিটিয়ে উল্টে আদালতের কাছ থেকে ৬ মাস সময় চায় রাজ্য। এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। কেন ডিএ সময়ের মধ্যে মেটানো যায়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছিল সর্বোচ্চ আদালত।