একুশের ভোটের আগেই ৩৩ হাজার শূন্যপদে নিয়োগ করবে মমতা সরকার

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার বিভিন্ন সরকারি দপ্তরে বিপুল শূন্যপদ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) সরকার সেই পদগুলিতে ইচ্ছাকৃত নিয়োগ করছে না বলে বিরোধীদের অভিযোগ বহুদিনের। করোনা পরিস্থিতিতে যখন রাজ্যের আমজনতা সংকটের মুখে তখনই রাজ্যে ৩৩ হাজার পদ নিয়োগের কথা জানাল রাজ্য সরকার।

গ্রুপ বি, সি ও ডি প্রার্থীদের নিয়োগ হবে। অর্থদপ্তর জানিয়েছে জরুরি ভিত্তিতে হবে এই নিয়োগ। স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নিয়োগ হবে রাজ্যে। কোন দপ্তরে কত নিয়োগ তা এখনো জানা না গেলেও পদ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানা গিয়েছে।

Mamata 1 20200212 571 855
মমতা ব্যানার্জী/Mamata Banerjee

সবচেয়ে বেশী নিয়োগ হতে চলেছে গ্রুপ সি তে৷ শূন্যপদের সংখ্যা ১৩ হাজার ৭২৩ জন৷ বি গ্রুপে নিয়োগ হবে ৯ হাজার ১২৭ জনের। গ্রুপ ডি তে নিয়োগ হতে চলেছে ৬ হাজার ৭৮০ জনের।

পাশাপাশি জানিয়ে রাখি, ২০১৩ থেকে রাজ্যে গ্রুপ সি ও ডি নিয়োগ করত স্টাফ সার্ভিস কমিশন। পরে তা ভেঙে দিয়ে পাবলিক সার্ভিস কমিশন গঠন হয়।
২০১৭ সালে অর্থ দপ্তর জানিয়েছে, এই দ্বায়িত্ব পেয়েছে পাবলিক সার্ভিস কমিশন।

 


সম্পর্কিত খবর