এবার ট্রেন ছুটবে বন্দে ভারতের থেকেও বেশি গতিতে, হাই স্পিড রেল নেটওয়ার্কে প্রবেশ করল বাংলা

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে ভারতীয় রেলের (Indian Railways) অন্যতম দ্রুতগতির ট্রেন হল বন্দে ভারত। চলতি বছরের শুরু থেকেই এই ট্রেন যাত্রা শুরু করেছে বাংলায়। বাংলায় ইতিমধ্যে কয়েকটি রুটে ছুটছে সেমি হাই স্পিড এই ট্রেন। এবার পশ্চিমবঙ্গ ঢুকে পড়ল হাইস্পিড রেল নেটওয়ার্কের (High Speed Rail Network) মধ্যে।

রেলমন্ত্রী জানিয়েছেন, হাইস্পিড রেল করিডর নির্মাণ হবে হাওড়া থেকে বারাণসী পর্যন্ত। ভারতের প্রথম হাই স্পিড রেল চলাচলের রুট তৈরির কাজ চলছে মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে। এই কাজে সাহায্য করছে জাপান। রেল মন্ত্রকের পরিকল্পনা ভবিষ্যতে হাই স্পিড ট্রেন রুট আরো বৃদ্ধি করার।

   

লোকসভা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভবিষ্যতে রেলের হাই স্পিড রুট আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। আগামী দিনে আরও সাতটি রুটে চলাচল করবে হাইস্পিড ট্রেন। সেই লক্ষ্যমাত্রা নিয়ে তৈরি করা হচ্ছে বৃহত্তর নেটওয়ার্ক। রেলমন্ত্রীর কথা মতো এই সাতটি রুটের মধ্যে রয়েছে কলকাতা-বারাণসী।

রেলমন্ত্রীর কথায় নতুন এই করিডর তৈরির কাজ শেষ হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে। রেলমন্ত্রীর ঘোষণার পরই হাই স্পিড ট্রেন নিয়ে চর্চা এখন তুঙ্গে। ভবিষ্যতের এই হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক অনেক শক্তিশালী ও আধুনিক হতে চলেছে বর্তমান ট্র্যাকগুলির থেকে। অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা নির্মাণ করা হবে এর ট্র্যাকগুলি।

Now coming Vande Bharat sleeper! Railway Minister informed the date

অত্যন্ত কম সময় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। রেলমন্ত্রীর ঘোষণা মতো কলকাতা-বারাণসী ছাড়াও দেশের অন্য যে ছয়টি রুটে হাই স্পিড ট্রেন পরিকাঠামো গড়ে তোলা হবে সেগুলি হল- দিল্লি-বারাণসী, দিল্লি-আহমেদাবাদ, মুম্বই-নাগপুর, মুম্বই-হায়দরাবাদ, চেন্নাই-মাইসুরু, দিল্লি-অমৃতসর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর