বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল, অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চ-মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফলাফল (HS Result 2025)। এই প্রথমবার পশ্চিমবঙ্গে ক্লাস টুয়েলভে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। বেলা দু’টো থেকে অনলাইনে দেখা যাবে পরীক্ষার ফল।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ (HS Result 2025) করবেন উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এর পরে, বেলা দু’টো থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে নিজেদের ফল দেখতে পারবেন।
কীভাবে দেখা যাবে ফল (HS Result 2025)?
পর্ষদ সূত্রে খবর, পরীক্ষার্থীরা https://result.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল জানতে পারবেন। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করলেই স্কোর দেখা যাবে। পরবর্তীতে ফলাফলের প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট স্কুলে জমা দিতে হবে। তারপর প্রধানশিক্ষকের স্বাক্ষর ও স্ট্যাম্পসহ অফিসিয়াল মার্কশিট হাতে পাবেন ছাত্রছাত্রীরা।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল উচ্চ-মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা, যা চলেছিল ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী, যার মধ্যে ৯৮.৪২ শতাংশই পরীক্ষায় বসেছেন। পর্ষদের দাবি, মাত্র ১.৫৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। পর্ষদের মতে, সেমিস্টার পদ্ধতির জন্যই পরীক্ষার উপস্থিতির হার এত বেশি হয়েছে। এই বছর পরীক্ষা হয়েছে OMR শিটে, যেখানে ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন। পর্ষদের বক্তব্য, এই নতুন পদ্ধতিতেই পরীক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়া অনেক দ্রুত শেষ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ আরজি কর নিয়ে ছবি তৈরিতে আপত্তি নির্যাতিতার মা-বাবার, ‘তিলোত্তমা’ ঘিরে বিতর্ক তুঙ্গে
উচ্চ-মাধ্যমিক পর্ষদের সভাপতি জানিয়েছেন, পুরো দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেখানে ক্লাস টুয়েলভ স্তরে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। এর ফলে দ্রুত মূল্যায়ন ও ফল (HS Result 2025) প্রকাশ সম্ভব হচ্ছে। রাজ্য জুড়ে পরীক্ষার্থীদের মধ্যে এখন অপেক্ষার উত্তেজনা। কারণ এবছর প্রথম নতুন পদ্ধতিতে ফল প্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের। এই ফলাফলের উপর নির্ভর করবে ভবিষ্যতের একাডেমিক কাঠামো।













