বাংলা হান্ট ডেস্কঃ শেষ পর্যন্ত বাংলাতেও সিএএ প্রত্যাহারের প্রস্তাব বিধানসভায় পেশ করা হল। কেরল, পাঞ্জাব, রাজস্থানের পর এবার পশ্চিমবঙ্গ। বিধানসভায় পেশ হল সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব।সোমবার দুপুরে বিধানসভায় আলোচনা শুরু হয়। প্রস্তাব পেশ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এ দিন বিধানসভার স্পিকার জানান, ‘সংশ্লিষ্ট আইনের জন্য দেশে অস্থিরতা তৈরি হয়েছে। বিধানসভা এর আগেও NRC নিয়ে প্রস্তাব পেশ করেছে। তবে কিছু কারণে তা নিয়ে আলোচনা হয়নি।’ প্রস্তাব পেশ করার সময়ে চরম অস্থিরতা তৈরি হয় কক্ষে। এই আইন ভারতীয় নাগরিকদের ওপর সমস্যা তৈরি করেছে, কাজেই CAA, NPR প্রত্যাহারে জানিয়েছে রাজ্য সরকার
প্রসঙ্গত, কেরল সরকার প্রথম এই প্রস্তাব বিধানসভায় পাস করে। কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সিএএ আইন অসাংবিধানিক! এরপর তারা এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছে, যা সিএএ বিরোধিতায় এক নজিরবিহীন ঘটনা। ইতিমধ্যেই ৬০টিরও বেশি পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এরপর দিনদুয়েক আগে পাঞ্জাবের বিধানসভায় পাস হয়েছে সিএএ প্রত্যাহারের প্রস্তাব। তাদের বক্তব্য, সিএএ আইন বৈষম্যমূলক, যা সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতিকে নষ্ট করে দেবে।
সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে প্রথম থেকে সোচ্চার হয়েছে তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দেশে যেমন বিধানসভায় সিএএ প্রত্যাহারের প্রস্তাব পাস করার সিদ্ধান্ত নিয়েছে, তেমনি অন্যান্য রাজ্যগুলিকেও এই বিরোধিতার আবেদন করেছেন। এরপরই ঠিক হয় ২৭ জানুয়ারি বিধানসভায় এই প্রস্তাব পেশ হতে পারে। দু-দিন আগেই সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়