রচনা থেকে ইউসুফ, চব্বিশের ভোটে জয়ী TMC-র নবাগতরা! কোন কোন আসনে ফুটল ঘাসফুল? রইল তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা ভোটে বাংলা জুড়ে গেরুয়া ঝড়। সিংহভাগ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল, এবার BJP-র কাছে ধরাশায়ী হবে TMC। তবে সেই পূর্বাভাসকে হেলায় জড়িয়ে দিল রাজ্যের শাসক দল। একের পর এক কেন্দ্রে বিজয়ী হচ্ছেন জোড়াফুল প্রার্থীরা। কৃষ্ণনগর, ব্যারাকপুর থেকে শুরু করে আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, প্রত্যেকটি কেন্দ্রে জয়ী (West Bengal Lok Sabha Result 2024) হয়েছে TMC।

এবার বাংলার একাধিক আসনে মুখোমুখি হয়েছিল হেভিওয়েট সকল প্রার্থীরা। ব্যারাকপুরেই যেমন ‘বাহুবলী’ অর্জুন সিংয়ের বিপরীতে প্রার্থী হয়েছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। দু’জনের মধ্যে জোর টক্কর হবে বলে আশা করেছিল ওয়াকিবহাল মহল। ভোটগণনার দিন দেখা গেল, পদ্ম প্রার্থীকে পিছনে ফেলে জয়ী হলেন তৃণমূলের (Trinamool Congress) পার্থ।

চব্বিশের ভোটে একাধিক নতুন মুখকেও টিকিট দিয়েছিল TMC শিবির। রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান এবারের ভোটের আগে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন। লেটেস্ট আপডেট বলছে, হুগলি থেকে জিতেছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা। অন্যদিকে ‘অধীর গড়’ বহরমপুরে প্রথমবার ঘাসফুল ফুটিয়েছেন ইউসুফ পাঠান।

আরও পড়ুনঃ চব্বিশে ঘুরে গেল ‘খেলা’! বাংলায় সবুজ ঝড়, সবুজ আবীরে মেখে সেলিব্রেশন শুরু TMC কর্মী সমর্থকদের

এদিকে বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব, আসানসোল, জঙ্গিপুরেও জয়ী হয়েছে TMC। বিজেপির হেভিওয়েট দিলীপ ঘোষকে পরাজিত করে বর্ধমান দুর্গাপুরে বাজিমাত করেছেন TMC প্রার্থী কীর্তি আজাদ। বর্ধমান পূর্বে ডাঃ শর্মিলা সরকার, আসানসোলে শত্রুঘ্ন সিনহা এবং জঙ্গিপুরে খলিলুর রহমার জয়ী হয়েছেন। বীরভূমে ফের ঘাসফুল ফুটিয়েছেন শতাব্দী রায়। মথুরাপুর এবং জয়নগরেও জয়ের মুখ দেখেছে তৃণমূল শিবির।

West Bengal Lok Sabha Election Result Trinamool Congress TMC performing very well

চব্বিশের ভোটে ফের একবার হাওড়ায় জোড়াফুল ফুটেছে বলে খবর। সাম্প্রতিক আপডেট বলছে, এবারও সেখানে জয়ী হয়েছেন জোড়াফুল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যে একটি মাত্র আসনে জয়ী হয়েছে কংগ্রেস, সেটি হল মালদহ দক্ষিণ। এই কেন্দ্রে জয়ের মুখ দেখেছেন ঈশা খান চৌধুরী। বাঁকুড়া এবং শ্রীরামপুর কেন্দ্রেও এবার জিতেছে TMC। অরূপ চক্রবর্তী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সবুজ ঝড় উঠেছে এই দুই আসনে। এদিকে মালদহ উত্তরে পুনরায় BJP প্রার্থী খগেন মুর্মু জয়ী হয়েছেন বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর