অবশেষে শুরু হচ্ছে স্ক্রুটিনি আর রিভিউ! এবার কী তবে পাল্টে যাবে মাধ্যমিকের মেরিট লিস্ট?

   

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) গতকাল নির্দেশ দিয়ে জানিয়েছে, মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউ-এর নম্বর অনলাইনে আপলোড করতে হবে ২২ মে থেকে ৩০ মের মধ্যে। পর্ষদের এই বিজ্ঞপ্তি প্রকাশের পর স্বাভাবিকভাবেই বেড়েছে উদ্বেগ। স্ক্রুটিনি ও রিভিউ-এর ফল প্রকাশ হওয়ার পর অনেক সময় দেখা যায় মেধা তালিকার পাশাপাশি পরিবর্তন ঘটে পরীক্ষার্থীদের রেজাল্টেও।

শিক্ষামহলের একাংশ তাই আশঙ্কা করছে, এই ফল প্রকাশিত হওয়ার পর তার প্রভাব পড়তে পারে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়ায়। উচ্চ মাধ্যমিকের তৎকাল পরিষেবায় স্ক্রুটিনি ও রিভিউ-এর ফলাফল গত ১৬ ই মে প্রকাশ হয়। সাধারণ স্ক্রুটিনি ও রিভিউ-এর ফলাফলও প্রকাশিত হয়ে যাবে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে। তবে মাধ্যমিকের (Madhyamik Pariksha) ফল প্রকাশের ২১ দিন পেরিয়ে গেলেও স্ক্রুটিনি ও রিভিউ-এর ফল প্রকাশের আভাস পাওয়া যায়নি।

আরোও পড়ুন : দীঘায় এবার বড় চমক! তৈরী হচ্ছে নয়া পর্যটন কেন্দ্র! সামনে এল রাজ্য সরকারের নতুন আপডেট

পরীক্ষার ফল প্রকাশের এতদিন পর অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউ-এর নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় প্রশ্ন তুলেছে শিক্ষক মহলের একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কথায়, “উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তুলনায় পর্ষদ বোর্ড তো অনেক পিছিয়ে আছে দেখছি। যেখানে উচ্চ মাধ্যমিকের অনলাইন পোস্ট পাবলিকেশেন রিভিউ (পিপিআর) এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) প্রক্রিয়া প্রায় শেষের পথে, সেখানে পর্ষদ এত দিনে সেই প্রক্রিয়াকরণ শুরু করল।”

আরোও পড়ুন : শাস্তি পেলেও সুর নরম হয়নি অভিজিৎবাবুর! মুখ্যমন্ত্রী বিরুদ্ধে আনলেন পাল্টা অভিযোগ

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, “যেখানে উচ্চ মাধ্যমিকের পিপিআর-পিপিএস প্রথম ধাপের ফল ঘোষণা হয়ে গিয়েছে, সেখানে পর্ষদের তরফে এতটা দেরি করে প্রক্রিয়াকরণ শুরু হচ্ছে, এমনটা কাম্য নয়। গুরুত্ব অনুযায়ী আরও দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করা উচিত ছিল।”

west bengal madhyamik exams 167706765916x9 1

রাজ্যের অধিকাংশ স্কুলে ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া। এই প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক বলছেন, “এই পুনর্মূল্যায়নের উপর ভিত্তি করে যে সমস্ত ছাত্র-ছাত্রী পছন্দের স্ট্রিম বা সাবজেক্ট বেছে নিতে চাইছে, ফল প্রকাশ হতে দেরি হওয়ায় তাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর