বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে (West Bengal) একাধিক সরকারি স্কুলগুলিতে দিনের পর দিন বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যার ফলে কার্যত ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা পরিকাঠামো। ইতিমধ্যে কেন্দ্রীয় রিপোর্টেও প্রকাশ্যে এসেছে রাজ্যের সেই বেহাল শিক্ষা-ব্যবস্থার ছবি। বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে স্কুল ছুটের সংখ্যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন রাজ্যের শিক্ষা দপ্তর। এবার এই পরিস্থিতিতেই এল এক দারুণ সুখবর।
একাধিক রাজ্যকে পিছনে ফেলে বিরাট রেকর্ড বাংলার (West Bengal)
সারা দেশের একাধিক রাজ্যকে পিছনে ফেলে শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে মাইলফলক ছুঁয়ে ফেলল পশ্চিমবঙ্গ (West Bengal)। যার ফলে এবার জাতীয় স্তরে উজ্জ্বল হল বাংলার মুখ। সম্প্রতি কেন্দ্রের প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের স্কুলছুটের নিরিখে রেকর্ড করেছে রাজ্য।
কেন্দ্রীয় রিপোর্টের পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের (West Bengal) সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে স্কুলছুটের সংখ্যা একেবারে শূন্য। দেশের অন্যান্য রাজ্যগুলিকে ছাপিয়ে এক্ষেত্রে মাইলস্টোন ছুঁয়েছে বাংলা। রিপোর্ট অনুযায়ী জাতীয় স্তরে প্রাথমিক স্তরের স্কুল ছুটের সংখ্যা গড়ে ১.৯ শতাংশ একইভাবে উচ্চপ্রাথমিকে স্কুল ছুটের হার ৫.২ শতাংশ।
আরও পড়ুন: অনুমতি দিল না হাই কোর্ট! বিচারপতি সিনহার নির্দেশে বড় ধাক্কা খেল APDR
জানা যাচ্ছে, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি ও ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্যের একজন পড়ুয়াও স্কুলছুট হয়নি। সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে প্রকাশিত রিপোর্টে। একাধিক রাজ্যকে পিছনে ফেলে দিয়ে প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিকে স্কুলছুটের নিরিখে রাজ্যের এই মাইলস্টোনের ছোঁয়ার পিছনে উঠে আসছে রাজ্যের একাধিক সরকারি প্রকল্পের সুফলের কথা।
বাংলার ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য কন্যাশ্রী থেকে শুরু করে সবুজসাথী বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাই প্রাথমিক স্তরে স্কুলছুটের নিরিখে এমন রেকর্ড করায় এটাকে রাজ্য সরকারের প্রকল্পের সুফল বলেই মনে করা হচ্ছে। যদিও এখানে বলে রাখা ভালো রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থা অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো পাশ ফেল প্রথা চালু নেই। অন্যদিকে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক স্তরে স্কুলছুটের হার বাড়তে থাকায় চিন্তিত শিক্ষা দপ্তর। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরে রাজ্যের স্কুল ছুটের সংখ্যা ১৭ শতাংশ।