একদিনে হবে ভোট গ্রহণ, বাংলার ১০৮টি পুরসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরসভার ভোট আগেই হয়ে গিয়েছে। আর এবার পশ্চিমবঙ্গের ১০৮টি পুরসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি এক দফায় ভোট নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর আজ থেকেই লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ১০ ফেব্রুয়ারি হবে স্কুটিনি। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবং ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া।

তবে, সবকিছু জানানো হলেও এখনও পর্যন্ত ভোট গণনার দিন ঘোষণা করা হয়নি কমিশনের তরফ থেকে। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসে ভোট গণনার দিন নির্ধারিত করা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে এই কথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সৌরভ দাস।

X