বাংলাহান্ট ডেস্ক : গত দু’বছর ধরে বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) শিক্ষকদের (Teachers) মিউচুয়াল ট্রান্সফারের (Mutual Transfer) ওয়েবসাইট উৎসশ্রী (Utsashree Portal)। সেই ওয়েবসাইট বন্ধের মেয়াদ ফের বৃদ্ধি করায় সোচ্চার হল শিক্ষক সংগঠনগুলি। শিক্ষক মহল প্রশ্ন তুলেছে কেন চালু করা হচ্ছে না মিউচুয়াল ট্রান্সফার। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে শিক্ষকদের সব ধরনের বদলি। এর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ৩০ শে জুন ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষকদের বদলি।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, “বছরের পর বছর নিয়োগ বন্ধ রাখা হয়েছে। এদিকে শিক্ষক, শিক্ষাকর্মীদের নিজের জেলায় বদলির জন্য উৎসশ্রী পোর্টালও দীর্ঘদিন বন্ধ। আমরা শিক্ষা দফতরের কাছে লিখিত ভাবে দাবি জানিয়েছিলাম অন্তত আপস বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার চালু করা হোক। এতে ছাত্রছাত্রীদের শিক্ষার কোনও অসুবিধা হয় না। তবুও সেই দাবি অগ্রাহ্য করা হল। অনির্দিষ্ট কাল ধরে এ জিনিস চলতে পারে না। আমরা দাবি করছি অন্তত মিউচুয়াল ট্রান্সফার অবিলম্বে চালু করা হোক।”
আরোও পড়ুন : হায় হায়! পায়ের পরিবর্তে গোপনাঙ্গে অস্ত্রোপচার! হাসপাতালের বিরুদ্ধে FIR দায়ের আহতের বাবা-মার
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই বিষয়ে বলেছেন, “নিয়োগের অজুহাত দিলেও মূল সমস্যা হল আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্যর্থতা। ওঁর উন্নাসিক মানসিকতা এবং শিক্ষা দফতর সম্পর্কে অজ্ঞতার সুযোগ নিচ্ছেন আধিকারিকরা। নিয়োগ যদি জেনারেল ট্রান্সফারে বাধা হয়ে থাকে তাহলে মিউচুয়াল ট্রান্সফারে অসুবিধা কোথায়?” তাঁর আরো বক্তব্য, গত দু’বছর ধরে যারা পোর্টালে আবেদন করে রেখেছেন তাদের দোষটা কোথায়? কেন সমাধান করা হচ্ছে না তাদের বিষয়টি?
আরোও পড়ুন : উত্তাল সমুদ্র! আজ রাত থেকেই টানা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কতদিন চলবে? আবহাওয়ার খবর
প্রসঙ্গত, শিক্ষকদের বদলির পোর্টাল বন্ধ রাখা শুরু হয়েছিল ২০২২ সালে। শিক্ষক মহলের একাংশের অভিযোগ, তারপর থেকে শিক্ষা দপ্তরের কোনো ইচ্ছাই দেখা যাচ্ছে না এই পোর্টাল চালু করার ব্যাপারে। এই পোর্টাল বন্ধের আগে পর্যন্ত জেনারেল ট্রান্সফারের প্রায় ২২০০ আবেদন থমকে রয়েছে। একইভাবে আটকে রয়েছে মিউচুয়াল ট্রান্সফার। শিক্ষা দপ্তর আবার জানাচ্ছে, নিয়োগ প্রক্রিয়া চলছে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে।
যেকোনো ধরনের সমস্যা এড়ানোর জন্য বন্ধ রাখা হয়েছে এই পোর্টাল। অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানাচ্ছেন, “অবিলম্বে মিউচুয়াল ট্রান্সফার চালু করা উচিত। সমস্ত রকম তথ্য এখন শিক্ষা দফতরের কাছে রয়েছে। কোনও রকম অসুবিধা হলে খুঁজে বার করা সহজ ব্যাপার। মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে কোনও শিক্ষক বা শিক্ষিকা বাড়ির কাছাকাছি বদলি হলে স্কুলে বেশি সময় দিতে পারবেন।”