বাংলা হান্ট ডেস্কঃ বহু টানাপোড়েনের পর শেষ পঞ্চায়েত ভোট ২০২৩ (Panchayat Vote)। ঘোষণা হয়ে গিয়েছে ফলাফলেও। খুব প্রত্যাশিত চিত্রটাই সামনে এসেছে যেখানে গোটা রাজ্যের অধিকাংশ জায়গায় সবুজ ঝড়। পঞ্চায়েতের তিন স্তরেই শাসক শিবিরে জয়জয়কার। সংখ্যাগরিষ্ঠতায় একক ভাবে জয়ী তৃণমূল কংগ্রেস (TMC)।
এখনও পর্যন্ত ন’টি জেলা পরিষদ (Zila Parishad) তৃণমূলের ঝুলিতে। মালদহের জেলা পরিষদ শাসকদলের। মালদহের ৪৩টি জেলা পরিষদের মধ্যে ৩৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। কংগ্রেস পেয়েছে ৬টি এবং বিজেপি চারটি আসনে জয়ী হয়েছে। পুরুলিয়ায় ৪৫টি আসনের মধ্যে ৪২টিতে জয়ী তৃণমূল। দু’টি আসনে জিতেছে বিজেপি।
হুগলির জেলায় জেলা পরিষদ তৃণমূলের দখলে। হুগলিতে জেলা পরিষদের ৫৩টি আসনের মধ্যে ৫১টিতে তৃণমূল জয়ী। দু’টি আসন গেছে বিজেপির পকেটে। অন্যদিকে হুগলিতে ১৮টি পঞ্চায়েত সমিতির ১৭টিতে জয়ী তৃণমূল। ২০৭টি গ্রাম পঞ্চায়েতের ১৮৯টি শাসকদলের ঝুলিতে।
কোচবিহারে ৩৪টি জেলা পরিষদের মধ্যে ৩২টিতেই জয় পেয়েছে তৃণমূল। দু’টি আসন জিতেছে বিজেপি। শুভেন্দু গড় পূর্ব মেদিনীপুরের ৫৬টি জেলা পরিষদে জয়ী তৃণমূল। বিরোধীরা জিতেছে ১৪টি তে। অন্যদিকে, পশ্চিম বর্ধমানে জেলা পরিষদের সবকটি আসনেই জয়ী তৃণমূল।