রাজ্যের ৬৯৬টি বুথে চলছে পুনর্নির্বাচন! ডবল নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্যের ১৯টি জেলাতে ফের র্নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে গিয়েছে একাধিক জায়গায় পুনর্নির্বাচন (Panchayat Election Repoll)। চলবে বিকেল ৫টা পর্যন্ত। উত্তর থেকে দক্ষিণ সবমিলিয়ে মোট ৬৯৬টি বুথে একেবারে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) নজরদারিতে ভোটগ্রহণ। দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের বাকি প্রত্যেকটি জেলার একাধিক বুথে চলছে পুনর্নির্বাচন।

এরই মধ্যে ফের উত্তপ্ত কোচবিহার। রবিবার রাতে দিনহাটায় ১ নম্বর ব্লকের কংগ্রেস প্রার্থী নূর নাহার বিবির বাড়ি লক্ষ্য করে ছোড়া হল ‘গুলি-বোমা’। বাড়িতে চালানো হল তাণ্ডব। ভয়ে-আতঙ্কে কেঁদে ফেললেন সেই কং প্রার্থী। দিনহাটার এই বুথে আজ পুনর্নির্বাচন চলছে।

প্রসঙ্গত, রবিবার রাত সাড়ে ৯টার সময় সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় পুনর্নির্বাচনের কথা। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদে। সেই মুর্শিদাবাদ, যেখানে ভোটের দিন ক্ষনেক্ষনে ছড়িয়েছিল উত্তেজনা। শনিবার ভোট হিংসার জেরে মুর্শিদাবাদে চারজনের মৃত্যু হয়েছে।

কোন জেলায় কত বুথে আজ পুনর্নির্বাচন? কোচবিহার ৫৩টি, আলিপুরদুয়ার ১টি, জলপাইগুড়ি ১৪, উত্তর দিনাজপুর ৪২, দক্ষিণ দিনাজপুর ১৮, মালদা ১০৯, মুর্শিদাবাদ ১৭৫, নদীয়া ৮৯, উত্তর ২৪ পরগনা ৪৬, দক্ষিণ ২৪ পরগনা ৩৬, হুগলী ২৯, হাওড়া ৮, পূর্ব মেদিনীপুরে ৩১, পশ্চিম মেদিনীপুর ১০, পুরুলিয়া ৪, বাঁকুড়া ৮, পূর্ব বর্ধমান ৩, পশ্চিম বর্ধমান ৬ এবং কেষ্ট গড় বীরভূমে ১৪টি বুথে হচ্ছে পুনর্নির্বাচন।

vote

জানিয়ে রাখি, কমিশন প্রথমে প্রতি বুথে হাফ সেকশন বাহিনী মতায়নের কথা বললেও পরে তা বাড়ানো হয়। বর্তমানে প্ৰতি বুথে এক সেকশন অর্থাৎ আট জন জওয়ান মোতায়েন করে চলছে ভোটগ্রহণ। প্রসঙ্গত, শনিবার পঞ্চায়েত ভোটের দিন লুঠ, দেদার ছাপ্পা, সন্ত্রাস, বোমাবাজি কিছুই বাদ যায়নি। আর তার জেরে শুধুমাত্র সেদিনই চলে গিয়েছে ১৪ টি তরতাজা প্রাণ। দিক দিক থেকে উঠে এসেছে অশান্তির চিত্র। তার একদিন পরেই সোমবার এই পুনর্নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর