বাংলাহান্ট ডেস্ক : তিন দিক থেকে মিছিল করে মঙ্গলবার নবান্ন অভিযানে নামছে বিজেপি (BJP)। বিজেপুর দলীয় সূত্রে জানা যাচ্ছে, বেলা ১টা নাগাদ কলেজ স্কোয়ার, সাঁতরাগাছি ও হাওড়া ময়দান থেকে তিনটি মিছিল বেরোবে। তিন দিক থেকে মিছিল করে প্রশাসনকে দিশেহারা করার পরিকল্পনা রয়েছে বিজেপির (Nabanna Rally)। ঠিক একই ভাবে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করেছে পুলিশও। জায়গায় জায়গায় গার্ডরেল, ব্যারিকেডে ছেয়ে ফেলেছে শহর। এমনকী রাস্তা খুঁড়েও ব্যারিকেড বসিয়েছে পুলিশ। এই চিত্র দেখা গিয়েছে হাওড়া ময়দান সংলগ্ন এলাকা, সাঁতরাগাছিতে।
নবান্ন থেকে মাত্র সাড়ে ৪ কিলোমিটার দূরেই হাওড়া ময়দান। এখান থেকে মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়ার জিটি রোডে এদিন দেখা গেল রাস্তা খুঁড়ে বসানো হয়েছে গাছের খুঁটি। তার সঙ্গে শক্ত করে বাঁধা হয়েছে পুলিশের ব্যারিকেডগুলি। যাতে কোনওভাবেই এই রাস্তা পার করতে না পারেন বিজেপি কর্মীরা। কারণ এই জিটিই রোড সোজা চলে যাচ্ছে নবান্নের দিকে। শুধু তাই নয়, একটা ব্যারিকেডের সঙ্গে অন্য ব্যারিকেড ঝালাই করেও দেওয়া হয়েছে।
সকাল থেকেই রাস্তায় টহল দিচ্ছেন হাওড়া পুলিশ কমিশনারেটের কর্তারা। তাঁরা দেখে নিচ্ছেন কোথাও কোনও প্রস্তুতিতে খামতি রয়েছে কি না। হাওড়া ময়দান থেকে নবান্নমুখী রাস্তায় দাঁড় করানো হয়েছে একের পর এক জলকামানের গাড়ি। যেহেতু নবান্নের কাছে ১৪৪ ধারা জারি রয়েছে, কোনওভাবেই কেউ যাতে নবান্ন অবধি যেতে না পারেন তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে। অন্যদিকে সাঁতরাগাছি ব্রিজ থেকে নামতে কোণা এক্সপ্রেসওয়েতেও গর্ত করে লোহার বড় বড় বিম দিয়ে গার্ডরেলগুলিকে আটকে দেওয়া হয়েছে। সেখানেও ঝালাই করে সেগুলি আটকানো হয়েছে।
অন্যদিকে ডানলপ মোড় থেকে কড়া ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহন। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। কোনও বড় ট্রাক হাওড়ার দিকে বা শ্যামবাজারের দিকে যেতে দিচ্ছে না পুলিশ। ডানলপ মোড়ে বরানগর এবং বেলঘড়িয়া দুই থানার ওসি-সহ পুলিশ কর্মীরা সকাল থেকেই ময়দানে টহল দিচ্ছেন বলে জানা যাচ্ছে।