বেকার যুবক যুবতিদের জন্য বিশাল বড় সুখবর, মাধ্যমিক পাসেই মিলবে চাকরি, শূন্যপদ 1666 টি

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর।বিশেষত যাদের নজর পুলিশি চাকরি দিকে, তাদের জন্য নীচে দেওয়া রইলো নিয়োগ সংক্রান্ত সকল প্রক্রিয়া। সম্প্রতি, কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার মাধ্যমে কেবল মাধ্যমিক পাসেই 1666 টি শূন্য পদে পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগ করা হতে চলেছে। আপনি যদি এই কাজের জন্য আগ্রহী এবং যোগ্য হন, তাহলে দেখে নিন এই প্রতিবেদনটি, যেখানে যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য তুলে ধরা হলো।

পদের নাম:
1. পুরুষ কনস্টেবল
2. মহিলা কনস্টেবল

পদের সংখ্যা: এক্ষেত্রে মোট 1666 টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে, যেখানে পুরুষ কনস্টেবল সংখ্যা 1410 জন এবং মহিলা কনস্টেবল সংখ্যা 256 টি।

কাজের সময়সীমা: ফুল টাইম।

স্যালারি: এক্ষেত্রে স্যালারি বা বেতনের পরিমান উল্লেখ করা না হলেও সরকারি নিয়মেই বেতন মিলবে বলে জানা গিয়েছে।

অভিজ্ঞতা: এর জন্য কোনো রকম অভিজ্ঞতা লাগবে না।

আবেদন মূল্য: এই পদে আবেদন করার জন্য general-দের 170 টাকা ফি লাগবে, যেখানে sc/st দের জন্য সেই পরিমান 20 টাকা।

বয়স সীমা: আপনি যদি উক্ত পদে আবেদন করতে চান, তবে আপনার ন্যূনতম বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 27 বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক পাস করতেই হবে। এক্ষেত্রে আবেদনকারীকে বাংলা ভাষায় কথা বলা, পড়া এবং লেখার বিষয়ে জানতে হবে। অবশ্য পাহাড়ি এলাকায় বসবাসকারী নাগরিকদের জন্য এটি বাধ্যতামূলক নয়।

আবেদন প্রক্রিয়া:
1. আপনাকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।  2.  wbpolice.gov.in লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে।
3.সেখানে দেওয়া নির্দেশাবলী পড়ে তারপর আবেদন করুন।
4.নির্দেশাবলী অনুযায়ী, নাম এবং অন্যান্য তথ্য দিয়ে  ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্ন করুন।
5.এবার প্রয়োজনীয় documents গুলি সহ আবেদন ফি সাবমিট করুন।

আবেদনের তারিখ: 29/05/2022 থেকে 27/06/2022।

নিয়োগ পদ্ধতি:
1. প্রথমে 100 নম্বরের প্রিলিমস এবং পরবর্তীতে 85 নম্বরের মেইন পরীক্ষা হবে।
2. শারীরিক পরীক্ষা।
3. ইন্টারভিউ।

Sayan Das

সম্পর্কিত খবর