বুথের ভিড় সামাল দেবে রাজ্য পুলিশ, তৃণমূলের দাবিতে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনে রাজ্য পুলিশের (West Bengal Police) উপর কোনরকম নিষেধাজ্ঞা নয়, বুথের ১০০ মিটারের মধ্যে থাকবে বাংলার পুলিশ বাহিনী- এমনটাই জানাল নির্বাচন কমিশন (Election Commission of India)। বুথের ভিড় সামাল দিতে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বঙ্গবাসীর ভাষাগত কোন সমস্যা না হয়, সেই কারণে বুথের দরজা পর্যন্ত থাকতে পারবে রাজ্য পুলিশ।

প্রথমে জানা গিয়েছিল, বুথের ১০০ মিটারের মধ্যে থাকবে না মমতা সরকারের পুলিশ বাহিনী। এবারের বিধানসভা ভোটের দায়িত্ব সামাল দেবে কেন্দ্রীয় বাহিনী। বুথের ১০০ মিটারের মধ্যে থাকার অনুমতি থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনীর। এবিষয়ে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানান, বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশকে না ঢুকতে দেওয়ার কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

kbcbcbcdkbc

বিজেপির পক্ষ থেকে বুথে শুধুমাত্র আধাসেনা মোয়াতেনের সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লীতে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভাষাগত সমস্যা হতে পারে রাজ্যবাসীর। সেই কারণে বুথে রাজ্য পুলিশ থাকার প্রয়োজন আছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথম দফার নির্বাচনে মাও অধ্যুষিত ঝাড়গ্রাম-সহ তিন জেলায় ৩০ আসনে নির্বাচন হবে। সেখানে ১০ হাজার বুথের জন্য নিয়োগ করা হবে ৮ হাজার ৯২৬ জন লাঠিধারী রাজ্য পুলিশ। ভোটার লাইন সামলানো এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বঙ্গবাসীর ভাষাগত কোন সমস্যা যাতে না হয়, তা দেখভাল করবে রাজ্য পুলিশ।

পাশাপাশি সেক্টর অফিস-সহ বিভিন্ন জায়গার দায়িত্ব সামলাবেন ১১২ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক এবং রাজ্য পুলিশের ১৪৭০ এসআই ও এসআই পদমর্যাদার আধিকারিক থাকবেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি বুথ পিছু চারজন করে কেন্দ্রীয় বাহিনী এবং একজন লাঠিধারী রাজ্য পুলিশ থাকবে। এই অনুপাতেই নিযুক্ত হবে।


Smita Hari

সম্পর্কিত খবর