ভোটার হয়রানির অভিযোগে সরব তৃণমূল, পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী বললেন…

Published on:

Published on:

West Bengal Politics Suvendu Adhikari vs TMC
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের দিন যত কাছে আসছে, বাংলার রাজনীতি তত গরম হয়ে উঠছে। একদিকে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ, অন্যদিকে শুরু হয়ে গিয়েছে জোর রাজনৈতিক প্রচার। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি (West Bengal Politics)। তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে যে, সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। হিয়ারিংয়েও এই অভিযোগ জোরালোভাবে তুলে ধরেছে শাসকদল।

SIR নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের (West Bengal Politics)

তৃণমূলের দাবি, SIR-এর কারণে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। এতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, নিয়ম মেনেই সব কাজ হচ্ছে এবং কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে না (West Bengal Politics)।

এর মধ্যেই আসন্ন নির্বাচনে কে কত আসন পাবে, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা (West Bengal Politics)। তৃণমূল ও বিজেপি, দু’পক্ষই নিজেদের মতো করে আসনের সংখ্যা দাবি করছে। ভোটের আগে এই সংখ্যার লড়াই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার রাজনীতির দিক থেকে ব্যস্ত দিন ছিল। আলিপুরদুয়ারে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মীদের ভোটের প্রস্তুতির বার্তা দেন।

Suvendu Adhikari Flags Age Discrepancy Case

 

আরও পড়ুনঃ SIR-এর কাজে LIC আধিকারিক কেন? নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা

একই দিনে নন্দীগ্রামে সভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা থেকে তিনি শাসকদলকে আক্রমণ করেন এবং বিজেপির অবস্থান তুলে ধরেন।
সব মিলিয়ে, একদিকে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক, অন্যদিকে শীর্ষ নেতাদের সভা, দিনভর রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ভোট যত এগোচ্ছে, রাজ্যের রাজনীতির উত্তাপও তত বাড়ছে (West Bengal Politics)।