রাজ্যে প্রাথমিকে যুক্ত হচ্ছে পঞ্চম শ্রেণি! ৩২৩৮ স্কুল ঘিরে বড় নির্দেশ শিক্ষা দপ্তরের

Published on:

Published on:

West Bengal Primary Education Gets Class 5 Boost
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় (West Bengal Primary Education) আসতে চলেছে বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর একটি বিশেষ নির্দেশিকা জারি করে জানিয়েছে, রাজ্যের বহু প্রাথমিক বিদ্যালয়ে এবার থেকে পঞ্চম শ্রেণি পড়ানো হবে। দীর্ঘদিন ধরে এই নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সরকার এই সিদ্ধান্তের কথা জানাল।

এবার থেকে প্রাথমিক স্কুলেই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হবে

স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের মোট ৩,২৩৮টি প্রাথমিক বিদ্যালয় চিহ্নিত করা হয়েছে, যেখানে নতুন করে পঞ্চম শ্রেণি চালু হবে। এতদিন রাজ্যের অধিকাংশ প্রাথমিক স্কুলে (West Bengal Primary Education) চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হত। পঞ্চম শ্রেণিতে পড়তে গেলে পড়ুয়াদের অন্য স্কুলে যেতে হত। এবার সেই সমস্যা আর থাকবে না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই ৩,২৩৮টি স্কুলের পড়ুয়ারা নিজেদের স্কুলেই পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এতে ছোট বয়সে স্কুল বদল করার ঝামেলা কমবে বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তন ২০২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। অর্থাৎ, আগামী শিক্ষাবর্ষে ভর্তি হওয়া পড়ুয়ারাই এই সুবিধা পাবে। স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন বা RTE Act মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশিকায় প্রশাসনিক প্রস্তুতির বিষয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্তরে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC)-কে বলা হয়েছে, সংশ্লিষ্ট স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি চালু করার মতো পরিকাঠামো আছে কি না, তা খতিয়ে দেখতে। স্কুলগুলিতে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বেঞ্চ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে কি না, তা দেখার দায়িত্ব থাকবে জেলা প্রশাসনের উপর।

শিক্ষকদের একাংশের মতে, এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক স্কুলগুলিতে (West Bengal Primary Education) পড়ুয়ার সংখ্যা বাড়বে। পাশাপাশি, চতুর্থ শ্রেণির পর স্কুল বদল করতে গিয়ে অনেক পড়ুয়া যে পড়াশোনা ছেড়ে দেয়, সেই সমস্যাও অনেকটাই কমবে। ছোট বয়সে নতুন স্কুলে যাওয়ার ভয় থেকেও শিশুরা মুক্তি পাবে।

West Bengal Primary Education Gets Class 5 Boost

আরও পড়ুনঃ শতদ্রু দত্ত মামলায় নতুন মোড়! আয়োজকের বিলাসবহুল বাড়িতে হানা দিল পুলিশ, কেন?

শিক্ষার অধিকার আইনের দিক থেকেও এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় দূরত্ব বা ভর্তি সংক্রান্ত সমস্যার কারণে অনেক পড়ুয়া পড়াশোনা ছেড়ে দেয়। প্রাথমিক স্তরেই (West Bengal Primary Education) পঞ্চম শ্রেণি চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে, ২০২৬ সাল থেকে কার্যকর হতে চলা এই সিদ্ধান্ত রাজ্যের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন বলেই মনে করছে শিক্ষা মহল।